ঢাকা, বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
Scroll
টাঙ্গাইলে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
Scroll
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার
Scroll
আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে
Scroll
মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই
Scroll
ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ নিহত ৮
Scroll
গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল অন্তত ২৫ জনের

১০ বছর পর দেব-শুভশ্রী একসঙ্গে হয়ে যা বললেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৮, ৫ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:০৫, ৫ আগস্ট ২০২৫

১০ বছর পর দেব-শুভশ্রী একসঙ্গে হয়ে যা বললেন

ছবি: সংগৃহীত

পর্দার মতো বাস্তবেও প্রেম ছিল তাদের। তবে একসময় সেই প্রেম ভেঙে যায়। এরপর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা হয়নি তাদের। অবশেষে ১০ বছর পর সোমবার (৪ আগস্ট) এক মঞ্চে দেখা মিলল দেব ও শুভশ্রীর। অনেক আগে কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন তারা। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সেই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল সোমবার। কলকাতায় সেই অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল প্রাক্তন এই প্রেমিক যুগলকে। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিন ফের জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিলেন দেব-শুভশ্রী। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠে পুরো অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রোহন ভট্টাচার্য। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে।

তার আগে ‘ধূমকেতু’ নিয়ে দেব বলেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম।

অভিনেতা যোগ করেন, ‘আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালোবাসি।’ কথাগুলো বলেই সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানান এই তারকা।

মঞ্চে তারকা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা।

সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ হেসে ওঠেন সকলে।

পাল্টা দেব বলেন, ‘কেন?’ এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, ‘এমনি’। এরপরই একে অপরের দিকে ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দেন দুজনে।

দর্শকদের উদ্দেশে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন, ‘সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ৯ বছর পর ধুমকেতুর সেই সময় এসেছে’।

একইসঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, ‘আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনওই খুব বেশি চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে, তোমাদের ভালোবাসায়, সবরকম অনুভূতিতে।’

ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে ওঠেন দেব-শুভশ্রী।

দেব বলে ওঠেন, ‘ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি’, তখনই শুভশ্রী প্রশ্ন করেন, ‘ব্লকটা কে করল?’

এরপরই দু’জন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করে নেন দু’জন। ভক্তরাও রোমাঞ্চে মেতে ওঠেন আরো একবার।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন