ঢাকা, বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
Scroll
টাঙ্গাইলে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
Scroll
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার
Scroll
আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে
Scroll
মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই
Scroll
ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ নিহত ৮
Scroll
গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল অন্তত ২৫ জনের

ঐশ্বরিয়াকে সরিয়ে গানে নেচেছিলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৫১, ৬ আগস্ট ২০২৫

ঐশ্বরিয়াকে সরিয়ে গানে নেচেছিলেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন ধরেই বলিউডের বাইরে তিনি। কাজ করছেন হলিউডে। তবে আবারও বলিউডের পর্দায় ফিরতে যাচ্ছেন এ অভিনেত্রী।

সেটিও এক আইটেম গানের মাধ্যমে! এমনটাই গুঞ্জন উঠেছে সম্প্রতি। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির বহু প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রিয়াঙ্কা চোপড়া একটি আইটেম গানের মাধ্যমে ফিরতে পারেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, বানসালির আসন্ন সিনেমায় প্রিয়াঙ্কার সম্ভাব্য অন্তর্ভুক্তি ঘটছে এক দশকেরও বেশি সময় পর। ২০১৩ সালে ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমায় তার জনপ্রিয় আইটেম গান ‘রাম চাহে লীলা চাহে’-তে পারফরম করেন।

সে সময় এই গানটির জন্য প্রথমে ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা ভাবা হলেও, তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়ালে প্রিয়াঙ্কা চোপড়া তার জায়গা নেন। গানটি সুপারহিট হয়েছিল।

২০১৩ সালেও প্রিয়াঙ্কার ‘রাম-লীলা’-তে অন্তর্ভুক্তি নিয়ে বেশ হইচই হয়েছিল। সেসময় ঐশ্বরিয়া দুই বছর বিরতির পর ফেরার কথা ভেবেছিলেন এই গানের মাধ্যমেই, যা বানসালির সঙ্গে তার চতুর্থ কাজ হতো।

টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে তখন বলা হয়, বানসালি ঐশ্বরিয়াকে নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। যদিও সিনেমার প্রযোজকরা প্রিয়াঙ্কার প্রতি বেশি আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত ঐশ্বরিয়া সরে দাঁড়ালে সুযোগ পান প্রিয়াঙ্কা।

তবে পিটিআই-কে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তখন বলেছিলেন, তিনি বানসালির কোনো সিনেমার জন্য গান করছেন না। তিনি বলেন, ‘এই ধরনের সংবাদ খুব হতাশাজনক।

মিডিয়ায় হঠাৎ করে এমন খবর ছড়ানো হয় যে কোনো অভিনেতা কোনো সিনেমায় আছেন বা কাউকে বদলে ফেলা হয়েছে। এটা ঠিক না। যদি স্পষ্ট তথ্য না থাকে, তাহলে লেখা উচিত না। এই ধরনের গুজব ছড়িয়ে কাউকে অপ্রয়োজনীয়ভাবে প্রচারের সুযোগ দেওয়া হয়।’

যদিও সেই সময় প্রিয়াঙ্কাকেই দেখা যায় সিনেমাটির আইটেম গানে। যা পরবর্তীতে গুঞ্জনকে সত্য প্রমাণ করে।

বর্তমানে যখন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে যেখানে প্রধান চরিত্রে থাকছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল। ঠিক তখনই প্রিয়াঙ্কার আবারও একটি আইটেম গানে অংশগ্রহণের গুঞ্জন ছড়াল। যদিও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রিয়াঙ্কার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। সিনেমাটি ইতিমধ্যেই বেশ আলোচনায় রয়েছে। দীপিকা পাড়ুকোনও এতে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে যুক্ত হতে পারে, সেই সম্ভাবনার গুঞ্জনের কথাও শোনা যাচ্ছে বলিউডে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন