ঢাকা, শনিবার, ০৯ আগস্ট ২০২৫

২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
আসন্ন নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
Scroll
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই ছয়জনকে অব্যাহতি
Scroll
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন

ভবিষ্যতে কম্পিউটার চলবে কিবোর্ড-মাউস ছাড়াই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১:০০, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১২:৩৮, ৯ আগস্ট ২০২৫

ভবিষ্যতে কম্পিউটার চলবে কিবোর্ড-মাউস ছাড়াই

ছবি: সংগৃহীত

কিবোর্ড বা মাউস ছাড়াই কেবল কণ্ঠস্বর, হাতের ইশারা কিংবা চোখের মণির নড়াচড়ার মাধ্যমে উইন্ডোজ কম্পিউটার নিয়ন্ত্রণের যুগ আসছে— এমনই এক প্রযুক্তিগত ভবিষ্যৎচিত্র তুলে ধরেছে মাইক্রোসফট।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ‘মাইক্রোসফট উইন্ডোজ ২০৩০ ভিশন’ শীর্ষক ভিডিওতে প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরে উইন্ডোজ ব্যবহারের অভিজ্ঞতায় যে মৌলিক পরিবর্তন আসতে চলেছে, তার স্পষ্ট ধারণা দিয়েছে। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, কীভাবে মানুষ ও কম্পিউটারের মধ্যে যোগাযোগের ধরন বদলে যাবে এবং কীভাবে প্রযুক্তি মানুষের দৈনন্দিন কম্পিউটিং অভ্যাসে আমূল পরিবর্তন আনবে।

ভিডিওতে বক্তব্য দেন মাইক্রোসফটের এন্টারপ্রাইজ ও অপারেটিং সিস্টেম সুরক্ষা বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন। তিনি বলেন, যেমন আজকের প্রজন্মের কাছে ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডস অপরিচিত এক জিনিস, তেমনি ২০৩০ সালের মধ্যে মাউস চালানো বা কিবোর্ডে টাইপ করাও নতুন প্রজন্মের কাছে অচেনা হয়ে যাবে। ভবিষ্যতের উইন্ডোজ হবে বহুমাত্রিক ও আরো স্বতঃসিদ্ধ, যেখানে ব্যবহারকারীরা যন্ত্রের সঙ্গে কথা বলেই অধিকাংশ কাজ সম্পন্ন করবেন। কণ্ঠস্বর হবে মূল মাধ্যম, আর তার সঙ্গে যুক্ত হবে হাতের ইশারা ও চোখের দৃষ্টির মতো স্বাভাবিক মানবিক সংকেত। ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে হবে প্রাকৃতিক ও সরাসরি কথোপকথন, যেখানে প্রযুক্তি মানুষের প্রয়োজন বুঝে তাৎক্ষণিক সাড়া দেবে। ওয়েস্টনের মতে, যদিও এই দৃশ্যপট আজ অনেকের কাছেই কল্পবিজ্ঞানের মতো মনে হতে পারে, মাইক্রোসফটের চলমান বিনিয়োগ ও গবেষণা একে বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে নিচ্ছে।

গত কয়েক বছরে মাইক্রোসফট তাদের বিভিন্ন পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ‘কোপাইলট’ যুক্ত করেছে, যা ইতোমধ্যেই উইন্ডোজ ও অফিস সফটওয়্যারে ব্যবহারকারীদের নানান কাজ সহজ করে দিচ্ছে। এই কোপাইলট এখন কেবল টাইপ করা কমান্ডেই নয়, কণ্ঠস্বরেও নির্দেশ গ্রহণ করছে। সম্প্রতি চালু হওয়া ‘হে কোপাইলট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কেবল কথার মাধ্যমেই উইন্ডোজের বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে, ফাইল খুঁজে বের করতে কিংবা সরাসরি ইন্টারনেট থেকে তথ্য আহরণ করতে পারছেন। এটি ব্যবহারকারীর সঙ্গে সিস্টেমের যোগাযোগকে আরো স্বাভাবিক ও গতিশীল করে তুলছে।

ওয়েস্টন জানান, এআই প্রযুক্তির দ্রুত উন্নতি কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারের ধরনে একটি মৌলিক রূপান্তর আনছে। অনেক রুটিন ও পুনরাবৃত্তিমূলক কাজ— যেমন হিসাব তৈরি, ব্যয়ের রিপোর্ট প্রস্তুত করা বা স্প্রেডশিট বানানো— এখন আর ব্যবহারকারীর হাতে সময়সাপেক্ষভাবে করতে হবে না। এআই স্বয়ংক্রিয়ভাবে এসব কাজ সম্পন্ন করে দেবে, ফলে মানুষ সময় বাঁচিয়ে সৃজনশীল, উদ্ভাবনী ও অর্থবহ কাজে মনোনিবেশ করতে পারবে। প্রযুক্তির এই অগ্রযাত্রা শুধু কর্মদক্ষতাই বাড়াবে না, বরং মানুষের সঙ্গে মেশিনের যোগাযোগকে করে তুলবে আরও প্রাকৃতিক, মানবিক এবং ভবিষ্যতমুখী।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন