শিরোনাম
টেক প্রতিনিধি
প্রকাশ: ২১:৪২, ৩১ মে ২০২৫
এই স্টোর উদ্বোধনের মাধ্যমে ‘দ্য এরা অব টেকনো এআই’ শিরোনামে এক মনোমুগ্ধকর ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রযুক্তিপ্রেমী, কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী ও সেলিব্রিটিরা। অংশ নেন জনপ্রিয় শিল্পী মিনার আহমেদ, জেফার, হাবিব ওয়াহিদ এবং মাশা। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন কেয়া পায়েলসহ অনেকেই। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল আজরা মাহমুদের তত্ত্বাবধানে আয়োজিত এআই লাইফস্টাইল ফ্যাশন শো, যা নতুন প্রজন্মের স্মার্ট জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টোরে গ্রাহকরা দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাবেন। এই আয়োজনে সম্প্রতি উন্মোচিত হওয়া ক্যামন ৪০ সিরিজের সাফল্য উদযাপন করা হয়। এই ফ্ল্যাগশিপ স্টোরটি এই অঞ্চলের ব্যবহারকারীদের জন্য স্মার্ট ইনোভেশন নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন।
এই স্টোরে গ্রাহকরা সম্পূর্ণ ইন্টারেক্টিভ পরিবেশে ব্র্যান্ডের এআই-সমর্থিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করতে টেকনো নিয়ে এসেছে বেশ কিছু ইনোভেটিভ প্রডাক্ট। এর মধ্যে রয়েছে মেগা মিনি গেমিং জি১, পকেট গো টিডব্লিউএস, এআই স্মার্ট চশমা (গ্লাস), ডায়নামিক ১, স্মার্টওয়াচ এবং বিস্তৃত পরিসরের, স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট ডিভাইস সহ অন্যান্য ইনোভেটিভ এআইওটি প্রডাক্ট এক্সপেরিয়েন্স করার সুযোগ পাবেন।
এই আয়োজনের আরও একটি মূল আকর্ষণ ছিল ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশ লঞ্চ উদযাপন। উপস্থিত অতিথিরা এই সিরিজের বিভিন্ন ফিচার উপভোগ করার সুযোগ পান। এই সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি আল্ট্রা নাইট ক্যামেরা, ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ ফটোগ্রাফি মোড এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটারপ্রুফিং রেজিস্ট্যান্স ফিচার। ক্যামন ৪০ সিরিজ ইতোমধ্যেই মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই ইভেন্টটি ভক্ত এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য রিয়েল টাইমে এই সিরিজের বিভিন্ন ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করে।
আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “এই ফ্ল্যাগশিপ স্টোরটি শুধুমাত্র একটি রিটেইল স্পেস নয়; বরং এটি এমন একটি জায়গা যেখানে গ্রাহকরা টেকনোর লেটেস্ট সব ইনোভেশন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। এছাড়া, ফিউচারিস্টিক ইনোভেশনের মাধ্যমে টেকনো কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।”
উদ্বোধন উপলক্ষে, টেকনো ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত এক্সক্লুসিভ ইন-স্টোর অফার ঘোষণা করেছে। এ সময়কালে গ্রাহকরা স্মার্টফোন, ল্যাপটপ এবং স্মার্ট গ্যাজেটে উল্লেখযোগ্য ডিসকাউন্ট ও বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর চালু করার মাধ্যমে, এআই ইন্টিগ্রেটেড কনজিউমার টেকনোলজি খাতে আরও একধাপ এগিয়ে গেল টেকনো। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল ল্যান্ডস্কেপে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে টেকনো। সেন্টারপয়েন্টে অবস্থিত স্টোরটি সবার জন্য প্রযুক্তিকে আরও এক্সেসেবল করে তুলবে এবং মডার্ন লাইফস্টাইলের সাথে আরও প্রাসঙ্গিক করে তুলবে।
উত্তরা সেন্টারপয়েন্টে টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর এখন প্রতিদিন খোলা। এখানে এসে ভিজিটররা টেকনোর স্মার্ট লাইফস্টাইল প্রডাক্ট ও দুর্দান্ত রিটেইল এক্সপেরিয়েন্স উপভোগ করার সুযোগ পাবেন।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ