ঢাকা, শনিবার, ০৯ আগস্ট ২০২৫

২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
আসন্ন নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
Scroll
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই ছয়জনকে অব্যাহতি
Scroll
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন

উড়াল সেতুর নিচে ঘুমানো নিয়ে দ্বন্দ্ব

এবার গাজীপুরে ছুরিকাঘাতে যুবক খুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০:৩০, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১১:৫০, ৯ আগস্ট ২০২৫

এবার গাজীপুরে ছুরিকাঘাতে যুবক খুন

ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই শ্রীপুরে ছুরিকাঘাতে খুন হয়েছেন আরেক যুবক। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

নিহত জুয়েলের (২৫) গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় বলে জানা গেছে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাকিব (২৫) ও রবিনকে (২৭)। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরিও।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বারিক বলেন, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে একটি অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যান কয়েকজন যুবক। সেখানে চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তারদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে রাকিব তার সঙ্গে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এসময় রাকিবকে বাঁচাতে গেলে রবিনের হাতও কেটে যায়।

পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, খবর পেয়ে মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ দুইজনকে আটক করে। নিহত ও গ্রেপ্তাররা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা কেন্দ্রীক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

তাদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও ওসি জানান।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন