শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯, ১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:১৬, ১ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্র জানিয়েছে, জানে আলম অপু গুলশানের একটি অভিজাত এলাকায় বসবাসকারী সাবেক এমপির বাসায় গিয়ে নিজেকে প্রভাবশালী রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি হুমকি দেন যে, টাকা না দিলে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হবে।
এ ঘটনায় সাবেক এমপি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরবর্তীতে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে হস্তান্তর করা হয়।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, অপু শুধু এই একক ঘটনায় নয়, আরো কয়েকটি রাজনৈতিক ও আর্থিক জবরদস্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা প্রস্তুত করা হচ্ছে।
এ বিষয়ে ডিবি উত্তর বিভাগের একটি টিম আরো অনুসন্ধান করছে জানিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি, অপু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্নজনের কাছ থেকে চাঁদা দাবি করতেন। তার বিরুদ্ধে আরো কেউ অভিযোগ করলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপাতত তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হবে বলেও জানিয়েছে ডিবি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে