শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:৫৬, ৪ মে ২০২৫ | আপডেট: ২১:৪৩, ৪ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ব্রিটেন পুলিশ জানান, একটি নির্দিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সুইন্ডন, পশ্চিম লন্ডন, স্টকপোর্ট, রোচডেল ও ম্যানচেস্টারের এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।
মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার প্রধান কমান্ডার ডমিনিক মারফি বলেন, ‘তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্য প্ররোচনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো বাড়তি ঝুঁকি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
একই দিনে পৃথক আরেকটি অভিযানে পুলিশ লন্ডনে আরো তিন ইরানি নাগরিককে আটক করে। এটি পৃথক আরেকটি সন্ত্রাসবিরোধী তদন্তের অংশ বলে জানান পুলিশ।
এই তিনজন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাঁদের বসবাসের তিনটি ঠিকানায় তল্লাশি চলছে বলে জানান পুলিশ। তবে এই তদন্তের সঙ্গে আগের পাঁচজনের আটকের কোনো সম্পর্ক নেই।
এই আটকের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্যে ইরান সমর্থিত কার্যক্রম নিয়ে তীব্র নজরদারি চলছে। তবে এ প্রসঙ্গে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।