শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২০:৪৪, ৪ মে ২০২৫
পুলিশের হাতে আটক জুয়াড়িরা। ছবি: ঢাকা এক্সপ্রেস
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “শনিবার রাতে একদল জুয়াড়ি লামা সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দুপাড়া মিলন পালের বসত ঘরে জুয়ার আসর বসায়। সংবাদ পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা ও জরিমানা করা হয়।”
সাজাপ্রাপ্তরা হলো, আব্দুল মালেক (৪০), মো. পায়েল হোসেন (২৮), মো. কায়েস (২৮), আব্দুল খালেক (৩০), মো. আইয়ুব (২৬). শংকর বসাক (৪২), মো. আলতাফ হোসেন (৩৮), মো. আইয়ুব আলী (৩৫) ও মো. ওসমান (২৪)।
এ ছাড়া, একশ’ টাকা জরিমানায় ছাড়া পায় ডালিম পাল।
ঢাকা এক্সপ্রেস/এনএ