ঢাকা, সোমবার, ০৫ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
গাজীপুরের চান্দানায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ
Scroll
ভারতের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাচ্ছে পাকিস্তান
Scroll
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
Scroll
জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
Scroll
‘মানবিক করিডর’ বিষয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
Scroll
স্থায়ী ক্যাম্পাস না থাকায় বেসরকারি ১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউজিসি
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ২২ হাজার ২০৩ জন হজযাত্রী, আরো একজনের মৃত্যু
Scroll
নির্বাচন কবে— বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু মাহমুদ চৌধুরী
Scroll
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
Scroll
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
Scroll
পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, এলওসি বরাবর ভয়াবহ সংঘর্ষ

কমলনগরে খাল দখল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৯:২২, ৪ মে ২০২৫

কমলনগরে খাল দখল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মতিরহাট সড়কে কৃষকরা মানববন্ধন করেন। ঢাকা এক্সপ্রেস 

লক্ষ্মীপুরের কমলনগরে তুলাতলি-মুসারখালে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সাড়ে ৮ কিলোমিটার এ খালের বিভিন্ন অংশে ১৫ জন দখলদার রয়েছে। এ দখলদারদের উচ্ছেদের দাবিতে রোববার (৪ মে) সকালে উপজেলার তোরাবগঞ্জ এলাকায় মতিরহাট সড়কে কৃষকরা এ মানববন্ধন আয়োজন করেন। এ সময় চাষাবাদের সুবিধার্থে বছরজুড়ে পানির জন্য তুলাতলি-মুসারখালটি খননের দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম, মানবাধিকার কর্মী ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কমলনগর উপজেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ছাত্রনেতা মো. নাঈম হোসেন, মাহফুজুর রহমান জাবেরি, বিএনপিকর্মী মো. শাহজাহান, কৃষক আবুল হাসেম, আব্দুল হক, আব্দুর রহিম ও আবদুল মতিন প্রমুখ। 

জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে তোরাবগঞ্জ পশ্চিম বাজার সংলগ্ন এলাকায় স্কুল শিক্ষক ফারজানা আক্তার খালের মধ্যে পিলার দিয়ে মাটি ভরাট শুরু করেন। এতে স্থানীয় গ্রামবাসী বাঁধা দিলে কিছুদিন কাজ বন্ধ ছিলো। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি খালের মধ্যে ফের পিলার স্থাপন করে। তিনি প্রায় ১০ ফুট চওড়া ও ৪০ ফুট লম্বা খাল দখলে করেন। স্থানীয়রা বিষয়টি উপজেলা ভূমি অফিসকে অবগত করেন। পরে সার্ভেয়ার ও তশিলদার স্থাপনা ভেঙে দখলমুক্ত করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই ফারজানা খালের একটি অংশের মালিকানা দাবি করে চারটি আরসিসি পিলার নির্মাণ করেন। স্থানীয় লোকজন ও প্রশাসনের বাঁধায় কিছুদিন তিনি আবার কাজ বন্ধ রাখেন। মার্চে খালের সীমানা নির্ধারণ করে ফারজানার জমি বুঝিয়ে দেয় প্রশাসন। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ করেন। এতে ৩০ এপ্রিল, বুধবার উপজেলা ও স্থানীয় ভূমি কর্মকর্তারা এসে তাকে খাল দখল থেকে বিরত থাকতে নির্দেশ দেন। 

কৃষক আবদুর রহিম ও আব্দুল হক জানান, খাল দখলের কারণে তাদের হাজার হাজার একর জমির ফসল তলিয়ে যায়। কৃত্রিম জলাবদ্ধতার শিকার হয় কয়েক হাজার এলাকাবাসী। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল খনন করলে এ সমস্যা দূর হবে। 

এ ব্যাপারে দখলদার ফারজানা আক্তার বলেন, “আমি আমার জায়গায় দোকান ঘর করছি। কাগজপত্রও আছে। এসিল্যান্ড কোনো কাগজপত্র যাচাই-বাছাই না করে কাজ বন্ধ রাখতে বলেছেন।” 
তোরাবগঞ্জ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল কাদের বলেন, “সাড়ে ৮ কিলোমিটার খালের বিভিন্ন অংশে ১৫ জন অবৈধ দখলদার রয়েছে। দখলদাররা আমাকেও মামলার হুমকি দিয়েছে। পানি নিষ্কাশন ও সেচের জন্য খালটি বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) খনন করছে। ১৫ দিনের মধ্যে তোরাবগঞ্জে দখল হয়ে যাওয়া খালটি খনন শুরু হবে।” 

কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন বলেন, “৩০ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেছি। খালের ওপর গড়ে তোলা স্থাপনার অংশটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা না সরালে আমরা ভেঙে দেব।” 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন