শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:০৮, ৪ মে ২০২৫ | আপডেট: ২০:০৮, ৪ মে ২০২৫
উদ্বোধনের পর পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: ঢাকা এক্সপ্রেস
তিনি আরও বলেন, “এই অফিসে কোনো প্রকার দালাল চক্রের স্থান হবে না। আমি নাগরিকদের অনুরোধ করবো, কেউ যেনো দালালের আশ্রয় না নেয়। আমরা পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানি মুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোথাও দালালচক্রের উপস্থিতি বা কার্যকলাপের খবর পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. জামাল হোসেন জানান, দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পাসপোর্টগুলোর মধ্যে যেগুলো অক্ষত ছিলো, সেগুলো আগারগাঁও থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। কেউ যদি তার পুরনো পাসপোর্ট না পান, তাহলে নারায়ণগঞ্জ অথবা আগারগাঁও অফিসে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট সেবা গ্রহণ করতে আসা সনদ সাহা সানি নামে একজন বলেন, “কিছুদিন আগে পাসপোর্ট নবায়ন করতে মুন্সীগঞ্জ যাওয়া লাগতো। এতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিলো। কিন্তু এখন এই পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হওয়ায় আমাদের সুবিধা হয়েছে।"
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ-পরিচালক (পাসপোর্ট), উপ-বিভাগীয় প্রকৌশলীসহ (গণপূর্ত) অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে অফিস ভবনসহ ভেতরের সব আসবাবপত্র, প্রযুক্তি যন্ত্রাংশ এবং বিতরণের জন্য প্রস্তুত থাকা প্রায় ৮ হাজার পাসপোর্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এ ঘটনায় পাসপোর্ট সেবায় চরম ব্যাঘাত ঘটে এবং নাগরিকদের ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
ঢাকা এক্সপ্রেস/এনএ