শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:৩২, ৪ মে ২০২৫ | আপডেট: ২১:২০, ৪ মে ২০২৫
হামলার শিকার সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়, হাবিব খন্দকার ও হামলাকারী সালাউদ্দিন, জাকির হোসেন (গোল চিহ্নিত)। ছবি: ঢাকা এক্সপ্রেস
জানা গেছে, মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত “প্রতিরোধ স্তম্ভ” দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক।
আহত মিলন বিশ্বাস হৃদয় বলেন, “প্রতিরোধ স্তম্ভ” ঘিরে সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে কারা ব্যবসা করছে তা জানার জন্য আমরা সেখানে যাই। ছবি তোলার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেন ও আরও ৫-৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরিচয় দেওয়ার পরও তারা হামলা থামায়নি। আমাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে এবং আমাদের একটি দোকানে আটকে রাখে।”
পরে সহকর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হাবিব খন্দকারকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিলেও গুরুতর আহত হওয়ায় ভর্তি হওয়ার পরামর্শ দেন বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়কে।
হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাংবাদিকরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, “এই হামলার নেপথ্যে থাকা সালাউদ্দিন এক সময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিলো। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলা রয়েছে, যা থেকে মাত্র দুই দিন আগে জামিনে মুক্তি পেয়েছে।”
স্থানীয়রা জানান, “প্রতিরোধ স্তম্ভটি” সালাউদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এবং সেখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। প্রশাসন প্রতিবছর একটি নির্ধারিত দিনে সেখানে ফুল দিয়ে দায়িত্ব শেষ করে। বাকি সময় এটি সন্ত্রাসীদের দখলে থাকে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার সকল স্থানীয়, জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ এমন নৃশংস হামলার তীব্র নিন্দা ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঢাকা এক্সপ্রেস/এনএ