ঢাকা, সোমবার, ০৫ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
গাজীপুরের চান্দানায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ
Scroll
ভারতের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাচ্ছে পাকিস্তান
Scroll
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
Scroll
জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
Scroll
‘মানবিক করিডর’ বিষয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
Scroll
স্থায়ী ক্যাম্পাস না থাকায় বেসরকারি ১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউজিসি
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ২২ হাজার ২০৩ জন হজযাত্রী, আরো একজনের মৃত্যু
Scroll
নির্বাচন কবে— বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু মাহমুদ চৌধুরী
Scroll
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
Scroll
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
Scroll
পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, এলওসি বরাবর ভয়াবহ সংঘর্ষ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৮, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৩৯, ২৯ এপ্রিল ২০২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামছে বিএনপি

ছবিঃ সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে নামছে বিএনপি। তরুণ প্রজন্মকে কেন্দ্র করে বিভাগীয় পর্যায়ে সেমিনার ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলের তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিটি বিভাগে দুই দিনব্যাপী কর্মসূচি চলবে। প্রথম দিন আয়োজন করা হবে সেমিনার, যার শিরোনাম থাকবে—‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, বাংলাদেশের ভবিষ্যৎ’। এতে শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, চিন্তাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেবেন। আলোচনা হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ, নগর উন্নয়ন এবং তরুণদের রাজনৈতিক অধিকার ও ক্ষমতায়ন নিয়ে। আলোচনায় বিএনপি ও মিত্রজোটের ৩১ দফা রূপরেখাও তুলে ধরা হবে।

কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিটি বিভাগে অনুষ্ঠিত হবে ‘তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ’। উদ্দেশ্য হলো দেশের তরুণসমাজের ঐক্য, প্রত্যয় ও রাজনৈতিক অধিকার আদায়ের প্রত্যাশা প্রকাশ করা।

কর্মসূচি অনুযায়ী—

•    ৯–১০ মে চট্টগ্রাম ও কুমিল্লা,
•    ১৬–১৭ মে খুলনা ও বরিশাল,
•    ২৩ মে বগুড়া এবং ২৪ মে রাজশাহী ও রংপুর,
•    ২৭–২৮ মে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপি মনে করছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্ভাবনায় বর্তমান সরকারের পতনের পথ তৈরি হতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপি নির্বাচনী পরিবেশ নিজেদের অনুকূলে আনতে চায়।

এ বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিএনপি সংস্কার চায় না—এমন প্রচার রয়েছে। কিন্তু সত্য হলো, বিএনপি কার্যকর সংস্কার চায় এবং জনগণের মধ্যে তা স্পষ্ট করতে মাঠে নামছে।’

রাষ্ট্র ও সরকারব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ চললেও বিএনপি বলছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। সেই লক্ষ্যে দলটি সুস্পষ্ট সময়সূচি ও রোডম্যাপ চায়।

দলের নেতাদের ভাষ্য, ‘আগামী জুনে নয়, চলতি বছরের মধ্যেই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।’
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন