ঢাকা, শুক্রবার, ০২ মে ২০২৫

১৯ বৈশাখ ১৪৩২, ০৪ জ্বিলকদ ১৪৪৬

আনচেলত্তির আশা ছাড়ছে না ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:২৪, ২ মে ২০২৫ | আপডেট: ১৪:২৩, ২ মে ২০২৫

আনচেলত্তির আশা ছাড়ছে না ব্রাজিল

ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তির আশা ছাড়ছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এই ইতালিয়ান কোচের জন্য বৃহস্পতিবার (১ মে) অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ।

ব্রাজিল জাতীয় দলে কোচের দায়িত্ব আনচেলত্তির হাতে দিতে অনেক দিন ধরে চেষ্টা করছে সিবিএফ। কয়েক দিন আগেও জানা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। কিন্তু এরপরই আসে নেতিবাচক খবর। আনচেলত্তির সিবিএফকে মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর কঠোর হয়ে ওঠেন রিয়ালের বোর্ড পরিচালকেরা।

২০২৬ সালের জুনে রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এবং তিনি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এ কারণে তার বর্তমান চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। ইএসপিএনও জানিয়েছিল, চুক্তির বাকি সময়ের অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রা থেমে যায়। কিন্তু বৃহস্পতিবার রাতে ইএসপিএনের খবর অনুযায়ী, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পথ এখনো বন্ধ হয়ে যায়নি।

লা লিগায় ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১১ মে লিগের শেষ ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলই লিগে আর পাঁচটি করে ম্যাচ খেলবে। লা লিগায় রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে ২৪ অথবা ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, আনচেলত্তি যে সময়ে এবং যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অসন্তুষ্ট হয়েছে রিয়াল। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এই সমস্যাটা তাকে সমাধান করতে হবে।

২৬ মে এর মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সেদিন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে। ইএসপিএন চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, আনচেলত্তি ও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এ বিষয়ে আলোচনায় বসবেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছিল, সিবিএফকে আনচেলত্তি মৌখিক সম্মতি দিয়েছেন, এই খবর জানার পর রিয়াল সভাপতি পেরেজ আনচেলত্তির চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। তবে আনচেলত্তি বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের।

কিন্তু সূত্রের বরাত দিয়ে নতুন খবর জানিয়েছে ইএসপিএন। মেয়াদ ফুরোনোর আগেই আনচেলত্তি রিয়াল ছাড়তে চাইলে তাকে বেশ মোটা অঙ্কের অর্থ ছাড় দিতে হবে। আর চুক্তি বাতিল করে কোচকে ছেড়ে দিতে রিয়াল সিবিএফের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশা করছে। সূত্র আরো জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হতে যত দিনই বাকি থাকুক, কোচকে ছাঁটাই করলে তাকে সাধারণত ছয় মাসের জন্য একটি ভাতা দেয় রিয়াল।

আরেকটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, আনচেলত্তি তার বর্তমান চুক্তির অধীন মেয়াদ ফুরোনোর আগপর্যন্ত যে পরিমাণ বেতন পাবেন, তার একটি শতকরা অংশ পরিশোধ করতে পারে রিয়াল। আর সিবিএফ ক্ষতিপূরণ দিতে পারে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন