শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৯, ২ মে ২০২৫
ছবি: সংগৃহীত
আকর্ষণীয় এই টুর্নামেন্টের চারটি দল হলো- গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, এবং স্পারটান্স অংশ নিচ্ছে। প্রতিটি দলেই অংশ নিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। ফাইনালসহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে, আর পুরো টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
২০২৩ সালে সর্বশেষ আয়োজন করা হয়েছিল সিসিএল-এর। তবে দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটি এবার বদলে যাচ্ছে নাম ও ফরম্যাটে। এর আগে টুর্নামেন্টটির আয়োজন হয়েছিল ইনডোরে। তবে এবার তা হতে যাচ্ছে উন্মুক্ত মাঠে। আগের মতো ছয় ওভারে নয়, টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
সিসিএলের এবারের আসরটিতে অংশ নেবেন অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু, প্রবীর রায় চৌধুরী প্রমুখ। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন তারকারা।
ঢাকা এক্সপ্রেস/এসএসবি/আরইউ