শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৪, ৪ মে ২০২৫
ছবি: সংগৃহীত
রবিবার (৪ মে) আলোচিত মামলাটির রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। তবে আপিল বিভাগ জানান, শুনানি না করে মঙ্গলবার দিন ধার্য করে দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ। ওইদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া এবং খালাসপ্রাপ্তদের পক্ষে আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল, শিশির মনির এদিন আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ এপ্রিল আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় এলেও বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি পিছিয়ে যায়।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।
ঢাকা এক্সপ্রেস/এসএসবি/আরইউ