শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:১৪, ৪ মে ২০২৫ | আপডেট: ১৬:১৬, ৪ মে ২০২৫
ইমতিয়াজ আলী, মেঘনা গুলজার, জোয়া আখতার, সঞ্জয় লীলা বানসালি, অয়ন মুখোপাধ্যায়, অভিষেক চৌবে ও এস এস রাজামৌলির মতো প্রথম সারির নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন আলিয়া। জিতেছেন সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছয়বার পেয়েছেন ফিল্মফেয়ারের ব্ল্যাকলেডি।
অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ড লরিয়েলের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি। আসছে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ডেবিউ করছেন ‘রাজি’ নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ফেস্টিভ্যালে আলিয়ার সঙ্গে উপস্থিত থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে রেড কার্পেটে তার সঙ্গে যোগ দেবেন আলিয়া।
ইতিমধ্যে এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন আলিয়া ভাট। সেখানে তিনি বলেন, ‘প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করতে পেরে খুশি। এটা সিনেমা আর সেল্ফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে।’ যে আন্তর্জাতিক ব্র্যান্ডটিতে আমি রিপ্রেজ়েন্ট করছি, তাদের থিম ‘লাইট, বিউটি, অ্যাকশন’।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা, আত্মবিশ্বাসকে উদযাপন করা। এই বিশেষ ব্র্যান্ডটিও নারীর নিজস্বতা তুলে ধরতে সাহায্য করছে বহু বছর ধরে। তাই আমি খুব খুশি এ রকম একটা ব্র্যান্ডের হাত ধরে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যাচ্ছি।’
শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট।