শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:২৮, ৪ মে ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর ফের পর্দা কাঁপাতে আসছেন খিলাড়ি-আনারি। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পরিচালক প্রিয়দর্শনের থ্রিলার ছবি ‘ওপাম’র মাধ্যমে নতুন মোড়কে ফিরছে পুরনো জুটি। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে সিনেমাটির শুটিং। সাইফ- আক্কির যুগলবন্দি আপকামিং এই ছবি প্রসঙ্গে আরও জানা যাচ্ছে, জমজমাট অ্যাকশন মুখর ছবিটি বানাবেন প্রিয়দর্শন।
অক্ষয় ও সাইফ একে অপরের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। স্ক্রিপ্ট পড়ার সময়ই নাকি পরস্পরের মনের কথা বুঝে গিয়েছিলেন যে তাঁদের রিইউনিয়ন হতে চলেছে। সাইফ আলি খান ও অক্ষয় কুমারের গ্র্যান্ড কামব্যাকের কানাঘুষোয় উচ্ছ্বসিত জুটির ভক্তরা। সিলভার স্ক্রিনে ফের নয়ের দশকের সেই ফ্লেভার পাওয়া যাবে বলেই আশাবাদী সিনেপ্রেমীরা।
প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ‘ভূত বাংলো’ ছবির শুটিং করছেন বলিউডের খিলাড়ি। এই ছবির মাধ্যমে ১৪ বছর পর পরিচালক-অভিনেতা জুটির ফের যুগলবন্দি। অক্ষয় ও প্রিয়দর্শন একসঙ্গে কাজ করেছিলেন ‘হেরা ফেরি ৩’। খুশি মনে অক্ষয় কুমার সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘হেরা ফেরি ৩’ প্রিয়দর্শনের সেরা নির্দেশনা। আশা করি ২০২৫ সালটা আমাদের ভালোই কাটবে।’
অক্ষয় কুমার অভিনীত শেষ ছবি ‘কেশরি ২’। বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছে ছবিটি। লাগাতার ফ্লপের জেরে অক্ষয়ের ক্যারিয়ারে ভরাডুবি। সে কথা অবশ্য সংবাদমাধ্যমের সামনেও অকপটে স্বীকার করেছেন অভিনেতা। ‘কেশরি ২’ এর হাত ধরে কালো মেগের ঘনঘটা সরিয়ে যেন খানিকটা আশার আলো দেখছেন অক্ষয় কুমার। অন্যদিকে সইফ আলি খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সাইফের সিনেমা। কিন্তু, দর্শকের মনে দাগ কাটতে পারেনি ছবিটি। প্রিয়দর্শনের নির্দেশনায় সাইফ-আক্কির যুগলবন্দির নতুন দৃষ্টান্তের অপেক্ষায় হিন্দি ছবির দর্শক।