ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
গাজীপুরে রক্তাক্ত হাসনাত, সন্ত্রাসীদের হামলা
Scroll
জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
Scroll
‘মানবিক করিডর’ বিষয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
Scroll
স্থায়ী ক্যাম্পাস না থাকায় বেসরকারি ১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউজিসি
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ২২ হাজার ২০৩ জন হজযাত্রী, আরো একজনের মৃত্যু
Scroll
নির্বাচন কবে— বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু মাহমুদ চৌধুরী
Scroll
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
Scroll
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
Scroll
পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, এলওসি বরাবর ভয়াবহ সংঘর্ষ

এক হতে সময় নিলেন ১৭ বছর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:২৮, ৪ মে ২০২৫

এক হতে সময় নিলেন ১৭ বছর

সালটা ছিল ২০০৮। ওই বছর মুক্তি পেয়েছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ‘তাশান’। এই ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছে সাইফ আলি খান ও অক্ষয় কুমারকে। মাঝে কেটে গিয়েছে ১৭ বছর। নয়ের দশকের সুপাহিট মুভি সিনেমা ‘ইয়ে দিল্লাগি’ থেকে ‘ম্যায় খিলাড়ী তু আনারি, তু চোর ম্যায় সিপাহী’ কিংবা ‘কিমাত’ এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছে এই জুটি। 

দীর্ঘ ১৭ বছর পর ফের পর্দা কাঁপাতে আসছেন খিলাড়ি-আনারি। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পরিচালক প্রিয়দর্শনের থ্রিলার ছবি ‘ওপাম’র মাধ্যমে নতুন মোড়কে ফিরছে পুরনো জুটি। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে সিনেমাটির শুটিং। সাইফ- আক্কির যুগলবন্দি আপকামিং এই ছবি প্রসঙ্গে আরও জানা যাচ্ছে, জমজমাট অ্যাকশন মুখর ছবিটি বানাবেন প্রিয়দর্শন। 

অক্ষয় ও সাইফ একে অপরের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। স্ক্রিপ্ট পড়ার সময়ই নাকি পরস্পরের মনের কথা বুঝে গিয়েছিলেন যে তাঁদের রিইউনিয়ন হতে চলেছে। সাইফ আলি খান ও অক্ষয় কুমারের গ্র্যান্ড কামব্যাকের কানাঘুষোয় উচ্ছ্বসিত জুটির ভক্তরা। সিলভার স্ক্রিনে ফের নয়ের দশকের সেই ফ্লেভার পাওয়া যাবে বলেই আশাবাদী সিনেপ্রেমীরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ‘ভূত বাংলো’ ছবির শুটিং করছেন বলিউডের খিলাড়ি। এই ছবির মাধ্যমে ১৪ বছর পর পরিচালক-অভিনেতা জুটির ফের যুগলবন্দি। অক্ষয় ও প্রিয়দর্শন একসঙ্গে কাজ করেছিলেন ‘হেরা ফেরি ৩’। খুশি মনে অক্ষয় কুমার সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘হেরা ফেরি ৩’ প্রিয়দর্শনের সেরা নির্দেশনা। আশা করি ২০২৫ সালটা আমাদের ভালোই কাটবে।’

অক্ষয় কুমার অভিনীত শেষ ছবি ‘কেশরি ২’। বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছে ছবিটি। লাগাতার ফ্লপের জেরে অক্ষয়ের ক্যারিয়ারে ভরাডুবি। সে কথা অবশ্য সংবাদমাধ্যমের সামনেও অকপটে স্বীকার করেছেন অভিনেতা। ‘কেশরি ২’ এর হাত ধরে কালো মেগের ঘনঘটা সরিয়ে যেন খানিকটা আশার আলো দেখছেন অক্ষয় কুমার। অন্যদিকে সইফ আলি খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সাইফের সিনেমা। কিন্তু, দর্শকের মনে দাগ কাটতে পারেনি ছবিটি। প্রিয়দর্শনের নির্দেশনায় সাইফ-আক্কির যুগলবন্দির নতুন দৃষ্টান্তের অপেক্ষায় হিন্দি ছবির দর্শক।

আরও পড়ুন