ঢাকা, সোমবার, ০৫ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
গাজীপুরের চান্দানায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ
Scroll
ভারতের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাচ্ছে পাকিস্তান
Scroll
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
Scroll
জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
Scroll
‘মানবিক করিডর’ বিষয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
Scroll
স্থায়ী ক্যাম্পাস না থাকায় বেসরকারি ১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউজিসি
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ২২ হাজার ২০৩ জন হজযাত্রী, আরো একজনের মৃত্যু
Scroll
নির্বাচন কবে— বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু মাহমুদ চৌধুরী
Scroll
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
Scroll
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
Scroll
পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, এলওসি বরাবর ভয়াবহ সংঘর্ষ

বিজয়-রাশমিকার প্রেমে কাটা হলো কাশ্মির ইস্যু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:৪০, ৪ মে ২০২৫ | আপডেট: ২০:৫১, ৪ মে ২০২৫

বিজয়-রাশমিকার প্রেমে কাটা হলো কাশ্মির ইস্যু

বিজয় ও রাশমিকা

পেহেলগাম ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে নতুন করে আলোচনায় আসেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তবে পরে তিনি ক্ষমাও চেয়েছিলেন। রোববার (৪ মে) সকাল থেকে অন্য একটি কারণে ফের চর্চায় এসেছেন তিনি।

প্রেমিকা রাশমিকা মান্দানাকে সমাজমাধ্যমে আর অনুসরণ করছেন না তিনি। এ খবর প্রচার হতেই নড়ে বসেছেন দুই তারকার ভক্তরা। গুঞ্জন শুরু হলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিজয়-রাশমিকা কেউই।

সকালে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের চোখ যায় অভিনেতার অফিসিয়াল ইনস্টাগ্রামে। তাঁরা দেখেন, বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাঁদের মধ্যে রাশমিকা নেই! সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ। অথচ দিন কয়েক আগেও তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।

সরাসরি মুখে স্বীকার না করলেও ভক্ত অনুরাগীরা সন্দেহ করছিলেন দু’জনকেই। নতুন বছরের শুরুতে বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন, তিনি আর ‘সিঙ্গেল’ নন। প্রেমিকার নাম না বললেও এর পরেই নায়িকাকে দেখা যায় বিজয়ের পরিবারের সঙ্গে দুপুরে একসঙ্গে সময় কাটাতে।

একাধিক অনুষ্ঠানেও দুই পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। সে সবই কি তা হলে মিথ্যা? নায়িকা এখনও নায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করছেন।

এদিকে গত এক সপ্তাহ ধরে এ ভাবেই কোনো না কোনো ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন দক্ষিণী এ তারকা। কখনও তিনি ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’কে দেখে জানিয়েছেন, আওরঙ্গজেবকে তিনি কষিয়ে চড় মারতে চান! মারাঠাদের উপরে তাঁর অত্যাচারের কারণেই অভিনেতার এই মন্তব্য, এ কথাও জানান তিনি। এর পরেই তিনি তাঁর আগামী ছবির প্রচার অনুষ্ঠানে গিয়ে পেহেলগামে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করেন।

এসময় বিজয় বলেছেন, ‘পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।’

কাশ্মীর প্রসঙ্গে অতীতে আদিবাসীদের ব্রিটিশ-বিরোধী আন্দোলনের তুলনা করতেই তাঁর প্রতি ক্ষোভপ্রকাশ করে অনেকে। অভিনেতার নামে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। তার কারণে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে বাধ্য হন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন