শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৪০, ৪ মে ২০২৫ | আপডেট: ২০:৫১, ৪ মে ২০২৫
বিজয় ও রাশমিকা
প্রেমিকা রাশমিকা মান্দানাকে সমাজমাধ্যমে আর অনুসরণ করছেন না তিনি। এ খবর প্রচার হতেই নড়ে বসেছেন দুই তারকার ভক্তরা। গুঞ্জন শুরু হলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিজয়-রাশমিকা কেউই।
সকালে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের চোখ যায় অভিনেতার অফিসিয়াল ইনস্টাগ্রামে। তাঁরা দেখেন, বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাঁদের মধ্যে রাশমিকা নেই! সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ। অথচ দিন কয়েক আগেও তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।
সরাসরি মুখে স্বীকার না করলেও ভক্ত অনুরাগীরা সন্দেহ করছিলেন দু’জনকেই। নতুন বছরের শুরুতে বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন, তিনি আর ‘সিঙ্গেল’ নন। প্রেমিকার নাম না বললেও এর পরেই নায়িকাকে দেখা যায় বিজয়ের পরিবারের সঙ্গে দুপুরে একসঙ্গে সময় কাটাতে।
একাধিক অনুষ্ঠানেও দুই পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। সে সবই কি তা হলে মিথ্যা? নায়িকা এখনও নায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করছেন।
এদিকে গত এক সপ্তাহ ধরে এ ভাবেই কোনো না কোনো ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন দক্ষিণী এ তারকা। কখনও তিনি ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’কে দেখে জানিয়েছেন, আওরঙ্গজেবকে তিনি কষিয়ে চড় মারতে চান! মারাঠাদের উপরে তাঁর অত্যাচারের কারণেই অভিনেতার এই মন্তব্য, এ কথাও জানান তিনি। এর পরেই তিনি তাঁর আগামী ছবির প্রচার অনুষ্ঠানে গিয়ে পেহেলগামে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করেন।
এসময় বিজয় বলেছেন, ‘পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।’
কাশ্মীর প্রসঙ্গে অতীতে আদিবাসীদের ব্রিটিশ-বিরোধী আন্দোলনের তুলনা করতেই তাঁর প্রতি ক্ষোভপ্রকাশ করে অনেকে। অভিনেতার নামে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। তার কারণে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে বাধ্য হন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।