ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ: স্বপ্ন ভেঙে হতাশ বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:১১, ৬ মে ২০২৫

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ: স্বপ্ন ভেঙে হতাশ বিসিবি

ছবি: সংগৃহীত

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন বিস্ময় ও উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না—বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। একই প্রতিক্রিয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এই অবনমনকে দেখছেন বড় দুশ্চিন্তার আলোকে।

দুশ্চিন্তার কারণও স্পষ্ট। ওয়ানডে সংস্করণটিই দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল এবং নির্ভরযোগ্য ফরম্যাট। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল এবং একাধিকবার এশিয়া কাপের ফাইনালে খেলার ইতিহাস রয়েছে এই ফরম্যাটে। এমনকি ২০১৯ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শিরোপাও জিতেছে বাংলাদেশ, যা দেশের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়।

এই ধারাবাহিকতা থেকেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা চারে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সেখানে নেমে যাওয়া ১০ নম্বরে—স্বপ্নভঙ্গের মতোই। তবে হতাশার মাঝেও আশাবাদী বিসিবি সংশ্লিষ্টরা। তাদের বিশ্বাস, হাতে থাকা সময় এবং আসন্ন সিরিজগুলো কাজে লাগাতে পারলে ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন সম্ভব হবে। কারণ, ওই বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে।

বাংলাদেশের অবনমনের সূচনা ২০২৩ বিশ্বকাপ থেকে। বিশ্বকাপ-পরবর্তী সময়ে দল গোছাতে না পারায় খেলার মানে ধস নেমেছে। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আট ওয়ানডের সাতটিতেই হেরেছে বাংলাদেশ। এরই ফলাফল র‍্যাঙ্কিংয়ে বড় পতন।

নাজমুল আবেদীন ফাহিম বলছেন, ‘র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া সত্যিই দুশ্চিন্তার। ২০১৫ সাল থেকে যেভাবে ওয়ানডে ক্রিকেটে এগিয়ে গিয়েছিলাম, সেটার স্থায়িত্ব ধরে রাখতে পারিনি। ঘরোয়া ক্রিকেটের অস্বচ্ছতা এই অবনতির পেছনে বড় কারণ। তবে আমি আশাবাদী, সামনে আমাদের হাতে যথেষ্ট সময় আছে, এবং সেই সময়টাকে কাজে লাগাতে পারলে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা সম্ভব।’

বর্তমান নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বাস্তবতা মেনে নিয়ে বললেন, ‘ফল ভালো না হলে র‍্যাঙ্কিং তো নেমেই যাবে। তবে আমাদের সামনে এখনো অনেক ওয়ানডে আছে। এই দলটিকেই তৈরি করতে হবে। পুরোনোরা অনেক ম্যাচ জিতিয়েছে, এখন যারা এসেছে, তারাও পারবে। আমরা ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলব—আমি বিশ্বাস করি।’

সাবেক প্রধান নির্বাচক নান্নু বললেন, ‘আমরা সাতে রেখে গিয়েছিলাম দলকে। সেখান থেকে ১০ নম্বরে নেমে যাওয়া অত্যন্ত দুঃখজনক। কী কারণে এমন হলো, তা বিশ্লেষণ করতে হবে। ওয়ানডেতে আমাদের মান এখন যে পর্যায়ে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

আর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, ‘র‍্যাঙ্কিং এক ম্যাচের হিসাব না। এটা ছয় মাস থেকে এক বছরের পারফরম্যান্সের ফল। সেখানেই আমরা পিছিয়ে পড়েছি মানে, আসলে মানটাই হারিয়ে ফেলেছি।’
 

ঢাকা এক্সপ্রেস/বিডি

আরও পড়ুন