শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৯, ৯ মে ২০২৫ | আপডেট: ১৩:০০, ৯ মে ২০২৫
ছবি: সংগৃহীত
এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ হয়। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সকাল পৌনে ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সেখানে তার বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আইভীকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে র্যাব ও পুলিশের ১৫টি গাড়ি ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এ সময় ৩০-৪০ জনের একটি দল হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আইভীর সমর্থকদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি।
ওই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান। তিনি বলেন, ‘আইভীকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিস্ফোরণের শব্দও শুনেছি। এতে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তবে আইভীর কোনো ক্ষতি হয়নি।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মেয়র আইভীর নামে একাধিক মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে হত্যা, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে আইবীর নামে পাঁচটি মামলা আছে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ