শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩২, ৬ মে ২০২৫ | আপডেট: ১৪:৩৩, ৬ মে ২০২৫
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিল আবেদনের পরবর্তী শুনানি বৃহস্পতিবার (৮ মে) ধার্য করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন শিশির মনির। শুনানিতে তিনি বলেন, আন্তর্জাতিক আইন না মেনেই আজহারুল ইসলামের বিচারকাজ পরিচালনা করা হয়েছে। সাক্ষীদের আদালতে ক্রসচেক করার সুযোগও পায়নি আসামিপক্ষ।
পরে সাংবাদিকদের শিশির মনির জানান, শুনানি ৯০ ভাগ সম্পন্ন হয়েছে। বাকি ১০ ভাগ শুনানি আগামী বৃহস্পতিবার সকালে হবে।
তিনি আরো বলেন, সাক্ষীদের দাবি, তিন কিলোমিটার দূর থেকে তারা আজহারকে হত্যাকাণ্ডে দেখেছেন। এত দূর থেকে কোনো ধরনের যন্ত্র ছাড়া কীভাবে সম্ভব! শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অন্যায়ভাবে সাক্ষী প্রস্তুত করে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়। আর এমন সাক্ষ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অতীতে যাদের বিরুদ্ধে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সবই আমরা তুলে ধরেছি। আশা করি, এসব ঘটনার সমাধান আসবে।
মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণসহ নয় ধরনের ছয়টি অভিযোগে ২০১৪ সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিলে শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
ঢাকা এক্সপ্রেস/আরইউ