শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৬, ৮ মে ২০২৫ | আপডেট: ১১:১৯, ৮ মে ২০২৫
ছবি: সংগৃহীত
জানা যায়, রাত ১০টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও পথচারী মিজানুরকে আটক করেন। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, এস এম মিজানুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে চলে যান। এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন। অনেকে গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/আরইউ