শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২:০০, ৯ মে ২০২৫ | আপডেট: ০৩:৫১, ৯ মে ২০২৫
আইভীর বাড়ির ফটকে নারী সমর্থকদের ভীড়। ছবি: ঢাকা এক্সপ্রেস
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাসবভনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রেখেছেন এলাকাবাসী। তবে তাকে আটক করা হয়েছে কিনা, সেটি এখনও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেক মেয়র আইভীর বাড়ির গেটের সামনে শত শত মানুষ জড়ো হয়েছেন। এ সময় তারা স্লোগান দেন, আইভী আপার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আইভী আপা আটক কেন, জানতে চাই প্রশাসন, এরকম নানা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা।
খোঁজ নিয়ে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। তারা এখনও বাড়ির ভেতরে রয়েছেন। এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের মোবাইলে নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
জানা গেছে, আশপাশের থানাগুলো থেকে আরও পুলিশ আসছে আইভীকে আটক করার জন্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়েছে। মামলার বাদী নাজমুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে নিহত পোশাকশ্রমিক মিনারুল ইসলামের ভাই। মামলায় ১৩২ জনের নাম উল্লেখ করে আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ঢাকা এক্সপ্রেস/ এসএ