পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে বুধবার (৭ মে) পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো এই সামরিক অভিযানে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ অন্তত ৯টি এলাকায় লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়। ভারতের দাবি, হামলায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, এসব হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন অন্তত ৪৬ জন।
মধ্যরাতের এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক মসজিদ ও ভবন। হামলার পর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর ও লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়, যা পরে পুনরায় চালু করা হয়।
আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে ভারতীয় হামলায় নিহত এক ব্যক্তির জানাজায় অংশ নিচ্ছেন স্থানীয়রা, ৭ মে ২০২৫। ছবি: রয়টার্স
ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত বিলাল মসজিদ পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিদল; নিরাপত্তায় মোতায়েন রয়েছেন পুলিশের সদস্য, মুজাফফরাবাদ, আজাদ কাশ্মীর, ৭ মে ২০২৫। ছবি: রয়টার্স
মুজাফফরাবাদের বিলাল মসজিদে ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষতিগ্রস্ত অংশের সামনে ভিডিও ধারণ করছেন এক গণমাধ্যমকর্মী, ৭ মে ২০২৫। ছবি: রয়টার্স

পাকিস্তানের লাহোরের নিকটবর্তী মুরিদকে এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে ট্যাংক, ৭ মে ২০২৫। ছবি: রয়টার্স
ভারতীয় হামলার পর সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এ সময় করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ যাত্রীরা, ৭ মে ২০২৫। ছবি: এএফপি
ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্থ একটি মসজিদের ধ্বংসাবশেষ, মুজাফফরাবাদ, আজাদ কাশ্মীর, ৭ মে ২০২৫। ছবি: এএফপি
পাঞ্জাবের ভাওয়ালপুরের ভিক্টোরিয়া হাসপাতালে আহতদের নিয়ে আসার পর জরুরি বিভাগের সামনে উপস্থিত জনতা ও অ্যাম্বুলেন্স, ৭ মে ২০২৫। ছবি: এএফপি
ভাওয়ালপুরের ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ভারতবিরোধী স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা, ৭ মে ২০২৫। ছবি: এএফপি
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার উয়ানে মাটিতে পড়ে থাকা ধাতব ধ্বংসাবশেষ, ৭ মে ২০২৫। ছবি: রয়টার্স
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার উয়ানে পড়ে থাকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, ৭ মে ২০২৫। ছবি: রয়টার্স