শিরোনাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪:১৩, ৭ মে ২০২৫ | আপডেট: ০৫:২১, ৭ মে ২০২৫
ছবি: সংগৃহীত
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচালিত এই হামলায় সেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখান থেকে ভারতের ওপর হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল।
ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অল্প কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করেছে, যেখানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের এই পদক্ষেপ ছিল অত্যন্ত লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলে। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়নি। লক্ষ্য নির্বাচন এবং আক্রমণ-পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে।’
অন্যদিকে, জিও টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, পাকিস্তানের প্রতিক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, হামলায় অন্তত পাঁচটি স্থানে আঘাত হানা হয়েছে, যার মধ্যে দুটি মসজিদ রয়েছে। প্রাথমিকভাবে তিনজন নিহত ও ১২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হামলার পর ভারতীয় সেনাবাহিনী তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের এক পোস্টে লিখেছে: ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
সূত্র: রয়টার্স
ঢাকা এক্সপ্রেস/এসএআর