শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২:২০, ৭ মে ২০২৫
রূপগঞ্জে আটককৃত তিন ছিনতাইকারী। ছবি: ঢাকা এক্সপ্রেস
এর আগে মঙ্গলবার রাতে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রূপগঞ্জের আটিপাড়া এলাকার মকবুল হোসেন (৩৫), রূপসী স্লুইস গেট এলাকার বাতেন দেওয়ান (৩৮) ও বরিশালের হিজলা এলাকার আনোয়ার হোসেন (৪২)।
পুলিশ জানায়, সোমবার (৫ মে) বিকেলে হবিগঞ্জের চৌধুরী বাজারের ‘মেসার্স রাধা বিনোদ মাদক’ প্রতিষ্ঠানে ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে রওনা দেয় একটি ট্রাক। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতু এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কার ট্রাকটির গতিরোধ করে। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস কর্মকর্তা পরিচয়ে কাগজপত্র চাওয়ার পর অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে তেলবাহী ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে ট্রাকচালক মান্নান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ আরো জানায়, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বরাবো ও মদনপুর এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাকটি ও তেলের ড্রাম উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেছেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আটককৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা অভিযানের মাধ্যমে ছিনতাই হওয়া প্রায় ৬০ শতাংশ তেল ও সেই ট্রাক উদ্ধার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’