শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০১, ১১ মে ২০২৫
ছবি: সংগৃহীত
রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা খামা প্রেস।
দাবা খেলা নিষিদ্ধ হবার ব্যাপারে আফগান ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ধর্মীয় দিক দিয়ে উপযুক্ত উত্তর না পাওয়া পর্যন্ত দাবা খেলায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময় দাবা সংক্রান্ত কোনো কার্যক্রম আফগানিস্তানে চালানো যাবে না।
জানা গেছে, দাবা খেলা নিষিদ্ধ করার পাশাপাশি নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় আফগানিস্তান দাবা ফেডারেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা দাবাকে ‘হারাম’ হিসেবেও ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। সর্বশেষ দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ