ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫

২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

জাতীয় কারাতে প্রতিযোগিতা

খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৪, ১১ মে ২০২৫

খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

ভিডিও চিত্র থেকে সংগৃহীত

ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১১ মে) দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, বাংলাদেশ আর্মি ও আনসার দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩জন আহত হয়েছেন। আহত তিনজনই আনসার ও ভিডিপি দলের সদস্য এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় দুই ঘণ্টার জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হয় কারাতে ফেডারেশন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার তৃতীয় দিনে মাইনাস ৬৭ কেজি ওজনশ্রেণির খেলায় আর্মির মনিরুল ও আনসারের আনোয়ার নাঈম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আর্মির খেলোয়াড় ইব্রাহিম আনসার দলের এক সমর্থকের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন রেজাউল করিম মাসুম, রুকুজ্জামান রনি ও বিল্লাল হোসেন। 

আনসার দলের সাবেক খেলোয়াড় ও আহত রেজাউল করিম মাসুম অভিযোগ করে বলেছেন, ‘মাঠের খেলাকে কেন্দ্র করে শুরুতে কথাকাটাকাটি হয়। পরে আর্মি দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টুর উসকানিতে আমাদের ওপর শারীরিকভাবে হামলা চালানো হয়। এতে আমরা আহত হই।’

এ বিষয়ে আর্মি দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে, আনসার ও ভিডিপির কারাতে দলের কোচ মো. জসিম উদ্দিন বলেছেন, ‘এটা মূলত আনসার খেলোয়াড়দের সঙ্গে নয়, আর্মি দলের কয়েকজন সদস্যের সঙ্গে বাইরের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ছিল। আনসারের সঙ্গে কোনও সংঘর্ষ হয়নি।’

কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর হোসেন চৌধুরী বলেছেন, ‘একটি ম্যাচ ঘিরে ম্যাটের বাইরে সংঘর্ষ হয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে।’

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন