ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫

২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
Scroll
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
দেশজুড়ে বয়ে চলা তাপদাহের মধ্যে জরুরি সাত নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
Scroll
বজ্রপাতের বিষয়ে ২১ জেলায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ হজযাত্রী, ছয় জনের মৃত্যু
Scroll
ভ্লাদিমির পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক যা‌চ্ছেন ভলোদিমির জে‌লেন‌স্কি
Scroll
আন্তর্জাতিক নার্স দিবস আজ
Scroll
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
Scroll
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি
Scroll
মিচেল ও কারেনকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রিশাদ হোসেন

পাকিস্তান, আফগানিস্তান ও চীনের ত্রিপক্ষীয় বৈঠক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৪৩, ১১ মে ২০২৫

পাকিস্তান, আফগানিস্তান ও চীনের ত্রিপক্ষীয় বৈঠক

ছবি: সংগৃহীত

ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ বৈঠকের আয়োজন করেন। রোববার (১১ মে) সংবাদমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে তিন দেশ অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মন্তব্য করে কাবুলে ইসলামাবাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক বলেছেন, কাবুলে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো। 

২০১৭ সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল অর্থনীতির সমন্বয়, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা। সংলাপের ওই কাঠামোর আওতায় এবার আলোচনায় বসল তিন দেশ। সেখানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে দেশটির বিশেষ দূত ইয়ুই সিয়াওইয়ং, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক।

আফগানিস্তানের সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সংলাপে যে অগ্রগতি হয়েছিল এবং যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেসব বিষয় পর্যালোচনা করেন তিন দেশ। একই সঙ্গে ভবিষ্যতে কাবুলে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে একমত হয় তারা।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন