শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:৩৬, ১১ মে ২০২৫
তিনি বলেন, ‘তাদের (পাকিস্তান) বিমানগুলোকে আমাদের সীমান্তের ভেতরে আসতে বাধা দেওয়া হয়েছিল, তাই আমাদের কাছে ধ্বংসাবশেষ নেই। তবে অবশ্যই আমরা কয়েকটি বিমান ভূপাতিত করেছি।’ তিনি বলেন, ভারতের সামরিক বাহিনী এখনো 'প্রযুক্তিগত বিবরণ' খুঁজছে।
রাজীব ঘাই আরও উল্লেখ করেন, ৭ থেকে ১০ মে তারিখের মধ্যে ভারত ও পাকিস্তান-শাসিত কাশ্মীরকে পৃথককারী সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় কামান ও ছোট অস্ত্রের গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় ৩৫ থেকে ৪০ জন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।
তিনি বলেন, ‘ভারতীয় অভিযানে ১০০ জনেরও বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। ভারত পাঁচ জন সামরিক সদস্যকে হারিয়েছে।’
প্রসঙ্গত, পাকিস্তান এর আগে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে। ভারতের এই দাবি নিয়ে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম হাস্যরস করছে। তারা বলছে, আমরা তো প্রমাণ দিতে পারি কি ভূপাতিত করেছি। তোমাদের কাছে কি একটাও ভিডিও বা ছবি নেই? সেটা কিভাবে সম্ভব হতে পারে!