শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:১২, ১২ মে ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৫ ভারতীয় পর্যটক নিহত হন। এই হামলায় ভারত-পাকিস্তান দুই দেশ একে অন্যকে দোষারোপ করে আসছে। হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে গত ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামের এক সামরিক অভিযান শুরু করে ভারত।
ওই দিন পাকিস্তানের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। হামলায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
এই হামলার জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে ‘বুনইয়ান-উল-মারসুস’ নামের অভিযান শুরু করে। এই অভিযানে ভারতের অন্তত ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু এই চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই উভয় দেশই চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা-পাল্টা হামলা চালায় বলে জানা যায়।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ