ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫

২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
সোনার দাম কমেছে, ভরি ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা
Scroll
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
Scroll
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
আ.লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
Scroll
চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
Scroll
বজ্রপাতের বিষয়ে ২১ জেলায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ হজযাত্রী, ছয় জনের মৃত্যু
Scroll
ভ্লাদিমির পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক যা‌চ্ছেন ভলোদিমির জে‌লেন‌স্কি
Scroll
আন্তর্জাতিক নার্স দিবস আজ
Scroll
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
Scroll
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি
Scroll
মিচেল ও কারেনকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রিশাদ হোসেন

বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:১৯, ১২ মে ২০২৫ | আপডেট: ১৬:২৭, ১২ মে ২০২৫

বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প

বিমানে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বোয়িং জেট উপহার হিসেবে নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ান বা প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহারের জন্য এ উপহার গ্রহণের পরিকল্পনা করছেন তিনি। রোববার (১১ মে) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প নিজেই এই পরিকল্পনার কথা ইঙ্গিত দিয়েছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘তথ্যটি হলো, প্রতিরক্ষা বিভাগ একটি উপহার পাচ্ছে- একেবারেই বিনামূল্যে - একটি ৭৪৭ বিমান, যা ৪০ বছর পুরোনো এয়ার ফোর্স ওয়ানের (প্রেসিডেন্টের সরকারি বিমান) বিকল্প হিসেবে অস্থায়ীভাবে ব্যবহৃত হবে। এটি একটি খোলামেলা ও স্বচ্ছ লেনদেন। অথচ দুর্নীতিপরায়ণ ডেমোক্র্যাটরা এতটাই বিরক্ত যে তারা বলছে, আমাদের ‘সর্বোচ্চ ডলার’ দিয়ে এই বিমান কিনতে হবে।’

তবে ডেমোক্র্যাট এবং ‘গুড গভর্নেন্স’কর্মীরা বলেছেন, কাতারের পক্ষে এমন উপহার দেওয়া অনৈতিক এবং সংবিধানবিরোধী।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বিলাসবহুল বিমানটি মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া অন্যতম মূল্যবান বা সবচেয়ে ব্যয়বহুল উপহার হবে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য বিমানটি রেখে দিতে চান তিনি। নতুন বাণিজ্যিক বোয়িং ৭৪৭–৮ জাম্বো জেট নামের বিমানটির মূল্য আনুমানিক ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। 

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেছেন, ‘বিদেশি সরকার থেকে দেওয়া যেকোনও উপহার সম্পূর্ণভাবে প্রযোজ্য সব আইন মেনে গ্রহণ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।’

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার কাতারের সৌজন্যে ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান গ্রহণের বিষয়টিকে শুধু ঘুষই নয়, বরং অতিরিক্ত বিদেশি প্রভাব বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটন ভিত্তিক ‘সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিক্স’ নামক সুশাসন সংস্থার মুখপাত্র জর্ডান লিবোভিটজ বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া বিদেশি সরকারের কাছ থেকে মার্কিন কর্মকর্তার উপহার গ্রহণের বিষয়ে সংবিধানের নিষেধাজ্ঞা রয়েছে। এই লেনদেন সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে পারে।

তিনি আরো বলেছেন, ‘এটি দেখতে অনেকটাই এমন, যেন এমন একটি দেশ, যেখানে প্রেসিডেন্টের ব্যক্তিগত ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, সেই দেশ প্রেসিডেন্টকে তার রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করার ঠিক আগে ৪০০ মিলিয়ন ডলার মূল্যের উপহার দিচ্ছে।’

নিউ ইয়র্ক টাইমস সূত্রে কাতারের মুখপাত্র আলি আল-আনসারি জানিয়েছেন, বিমান হস্তান্তরের বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে চলতি সপ্তাহে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতার ভ্রমণ করার কথা রয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন