শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৪, ১২ মে ২০২৫
রাফিক হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে নিহতের পরিবার ও এলাকাবাসী। ছবি: ঢাকা এক্সপ্রেস
গত শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার পাশে ধানক্ষেত থেকে রাফিক (২২)-এর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যার ঘটনায় নিহত রফিকের বাবা হাফিজুল হক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭–৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, ‘মামলার পরপরই এজাহারভুক্ত আসামি সোনা মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঘটনাস্থলের কাছাকাছি এলাকার মৃত আজিবর রহমানের ছেলে।’
তিনি আরও বলেন, ‘মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের পাশাপাশি ডিবি ও র্যাব সদস্যরাও কাজ করছেন। ঘটনার পর আসামিরা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এজাহারে উল্লেখ করা হয়েছে, মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে আগে দায়ের করা একটি মামলার বাদীকে তা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছিলো। মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, লুটপাট ও শেষে রাফিককে লোহা ও ইট দিয়ে আঘাত করে মাথা থেঁতলে হত্যা করা হয়। পরে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়।
ঢাকা এক্সপ্রেস/এনএ