শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫২, ১২ মে ২০২৫
না.গঞ্জ সিটির সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। ছবি: সংগৃহীত
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একটি সূত্র জানায়, পুলিশ আইভীকে গ্রেপ্তার করতে আসলে তার কয়েক হাজার সমর্থক তাকে গ্রেপ্তারে বাধা দেয়। তার বাড়িতে যাওয়া তিনটি পথের বহু পয়েন্টে ব্যারিকেড দেয়। সমর্থকদের মধ্যে সাধারণ মানুষ থাকলেও আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী-সমর্থকও ছিলো। তারা জয় বাংলা স্লোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে। পরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ও তারা নারায়ণগঞ্জের প্রধান সড়কে পুলিশ-র্যাবের গাড়ির সামনেই জয় বাংলা স্লোগান দিয়ে আইভীর গাড়িকে ঘিরে দীর্ঘ পথ অতিক্রম করে। এক পর্যায়ে বিএনপির একটি গ্রুপ তাদের উপর হামলা করলে তারা ধাওয়া-পাল্টা ধাওয়ায়ও লিপ্ত হয়। বিএনপি সমর্থকদের ধাওয়ায় আইভী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সূত্র জানায়, প্রশাসন মনে করছে এটি সারাদেশের আওয়ামী লীগের লোকজনের মধ্যে প্রতিরোধের উৎসাহ তৈরি করেছে। আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে ৬ ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হওয়া, গ্রেপ্তারের আগ মূহুর্তে তার জয় বাংলা বলে বক্তব্য বিষয়ক অংশ ভাইরাল হওয়া প্রশাসনকে প্রচন্ড প্রশ্নবিদ্ধ করেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে এক বা একাধিক নতুন মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে আইভীকে নিয়ে যাওয়ার সময় গাড়িবহরে হামলার ঘটনায়ও মামলার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া, পুলিশের কাজে বাধা দেয়ার আইনে আরেকটি মামলারও সম্ভাবনা রয়েছে । এতে আইভীকে প্রধান আসামি ও আওয়ামীলীগের নেতা কর্মীদের আসামি করার সম্ভাবনা রয়েছে।
আইভীকে গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়ায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আইভীকে গ্রেপ্তার করতে গেলে ব্যারিকেড সৃষ্টি করে তার সমর্থকরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছে। এ ব্যাপারে প্রশাসনের আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়েজন।’
তবে সোমবার (১২ মে) দুপুরে ফোন করলে সদর থানার ওসি নাসির আহমেদ বলেন, ‘এখনো নতুন কোনো মামলা হয়নি।’
ঢাকা এক্সপ্রেস/এনএ