ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি
Scroll
সোনার দাম কমেছে, ভরি ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা
Scroll
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
Scroll
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
আ.লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
Scroll
চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
Scroll
বজ্রপাতের বিষয়ে ২১ জেলায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ হজযাত্রী, ছয় জনের মৃত্যু
Scroll
ভ্লাদিমির পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক যা‌চ্ছেন ভলোদিমির জে‌লেন‌স্কি
Scroll
আন্তর্জাতিক নার্স দিবস আজ
Scroll
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
Scroll
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি
Scroll
মিচেল ও কারেনকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রিশাদ হোসেন

আইভীর বিরুদ্ধে হতে পারে আরও একটি মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫২, ১২ মে ২০২৫

আইভীর বিরুদ্ধে হতে পারে আরও একটি মামলা

না.গঞ্জ সিটির সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। ছবি: সংগৃহীত 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে আজকের মধ্যেই আরেকটি নতুন মামলা হতে পারে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আগের ৫ টি মামলা থাকলেও তাকে একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ৪ টি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একটি সূত্র জানায়, পুলিশ আইভীকে গ্রেপ্তার করতে আসলে তার কয়েক হাজার সমর্থক তাকে গ্রেপ্তারে বাধা দেয়। তার বাড়িতে যাওয়া তিনটি পথের বহু পয়েন্টে ব্যারিকেড দেয়। সমর্থকদের মধ্যে সাধারণ মানুষ থাকলেও আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী-সমর্থকও ছিলো। তারা জয় বাংলা স্লোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে। পরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ও তারা নারায়ণগঞ্জের প্রধান সড়কে পুলিশ-র্যাবের গাড়ির সামনেই জয় বাংলা স্লোগান দিয়ে আইভীর গাড়িকে ঘিরে দীর্ঘ পথ অতিক্রম করে। এক পর্যায়ে বিএনপির একটি গ্রুপ তাদের উপর হামলা করলে তারা ধাওয়া-পাল্টা ধাওয়ায়ও লিপ্ত হয়। বিএনপি সমর্থকদের ধাওয়ায় আইভী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

সূত্র জানায়, প্রশাসন মনে করছে এটি সারাদেশের আওয়ামী লীগের লোকজনের মধ্যে প্রতিরোধের উৎসাহ তৈরি করেছে। আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে ৬ ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হওয়া, গ্রেপ্তারের আগ মূহুর্তে তার জয় বাংলা বলে বক্তব্য বিষয়ক অংশ ভাইরাল হওয়া প্রশাসনকে প্রচন্ড প্রশ্নবিদ্ধ করেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে এক বা একাধিক নতুন মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে আইভীকে নিয়ে যাওয়ার সময় গাড়িবহরে হামলার ঘটনায়ও মামলার সম্ভাবনা রয়েছে। 

এ ছাড়া, পুলিশের কাজে বাধা দেয়ার আইনে আরেকটি মামলারও সম্ভাবনা রয়েছে । এতে আইভীকে প্রধান আসামি ও আওয়ামীলীগের নেতা কর্মীদের আসামি করার সম্ভাবনা রয়েছে। 

আইভীকে গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়ায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আইভীকে গ্রেপ্তার করতে গেলে ব্যারিকেড সৃষ্টি করে তার সমর্থকরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছে। এ ব্যাপারে প্রশাসনের আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়েজন।’ 

তবে সোমবার (১২ মে) দুপুরে ফোন করলে সদর থানার ওসি নাসির আহমেদ বলেন, ‘এখনো নতুন কোনো মামলা হয়নি।’ 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন