শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩০, ১২ মে ২০২৫ | আপডেট: ১৮:৩৫, ১২ মে ২০২৫
ছবি: সংগৃহীত
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জিয়াউর রহমান। তিনি চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
অন্যদিকে, বিএসএফের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের গকূলনগর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক অজয় কুমার সিং।
বৈঠকে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, বিএসএফের পুশ-ইন কার্যক্রম বন্ধ রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উভয় দেশের সীমান্তবর্তী কোম্পানিগুলোর কোম্পানি কমান্ডাররাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষই সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের বিষয়ে একমত পোষণ করেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ