শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৩, ১২ মে ২০২৫ | আপডেট: ২১:৫৬, ১২ মে ২০২৫
ছবি: সংগৃহীত
এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন হওয়ার পর দলটির নিবন্ধন বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো বলেছিলেন, “গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেব। প্রজ্ঞাপনটা আসতে দেন। ডেফিনিটলি সাংবিধানিক সংস্থা। আমরাও এটা নিয়ে কনসার্ন। বাট, উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম।”
বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনের পরপরই বৈঠকে বসে ইসি। এতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ ও সিনিয়র সচিব আখতার আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে ইসির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ