ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

সংবিধান নয়, রাষ্ট্র কাঠামোর বদল চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩১, ৬ মে ২০২৫ | আপডেট: ১২:৩৪, ৬ মে ২০২৫

সংবিধান নয়, রাষ্ট্র কাঠামোর বদল চায় এনসিপি

ছবি: সংগৃহীত

রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি বিস্তারিত রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংলাপে অংশ নিয়ে দলটির পক্ষ থেকে এ প্রস্তাবনা প্রদান করা হয়। এর আগে ১৯ এপ্রিল অনুষ্ঠিত সংলাপেও অংশ নিয়েছিল দলটি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘মৌলিক সংস্কার বলতে আমরা শুধু নির্বাচনী ব্যবস্থা বা সংবিধান সংশোধনের মতো বিষয় বুঝি না। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ—এই তিনটি দিকেই আমরা সংস্কারের মূল ভিত্তি দেখি।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান দূর করা জরুরি। সাংবিধানিক পদে নিয়োগে দলীয়করণের বদলে জাতীয় স্বার্থের প্রতিফলন ঘটাতে হবে। বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি ন্যায়ের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। এসব বিষয়কেই আমরা মৌলিক সংস্কারের অংশ মনে করি, এবং সেই অনুযায়ী একটি রূপরেখা জমা দিয়েছি।’

আখতার হোসেন বলেন, ‘গত ৫৩ বছরে রাষ্ট্র কাঠামোর মধ্যে যে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী ধারা টিকে আছে, তা বাংলাদেশের জনগণকে বারবার নিপীড়নের শিকার করেছে। এই কাঠামো থেকে উত্তরণ ঘটিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যই এনসিপি এই সংস্কারের প্রস্তাবনা দিয়েছে।’

এ সংলাপে এনসিপির প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আয়োজিত এ সংলাপে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
 

ঢাকা এক্সপ্রেস/বিডি

আরও পড়ুন