শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:৫১, ৯ মে ২০২৫
প্রয়াত পোপ ফ্রান্সিস পরিচিত ছিলেন তার দরিদ্রবান্ধব কর্মকাণ্ডের জন্য। তিনি নিজের দেশ আর্জেন্টিনাতে পরিচিত গরিবের পোপ বা বস্তিবাসীর পোপ নামে। নতুন পোপ লিও চতুর্দশ কেমন পোপ হতে যাচ্ছেন, তা সময়ই বলে দেবে। তবে তার নামগ্রহণ, প্রথম ভাষণ ও পরিচ্ছদ থেকে প্রায় ১৪০ কোটি ক্যাথলিকের আধ্যাত্মিক নেতার একটা ছবি অঙ্কনের চেষ্টা তো করাই যায়।
সাধারণত পোপের নাম গ্রহণের মাধ্যমেই অগ্রাধিকার বা তাদের জীবনের লক্ষ্য ফুটে ওঠে। যেমন ত্রয়োদশ শতাব্দীর সেইন্ট ফ্রান্সিস অব আসসিসির আদর্শে অনুপ্রাণিত হয়ে সাবেক পোপ নিজের নাম নিয়েছিলেন ফ্রান্সিস। সেইন্ট ফ্রান্সিস অব আসসিসি সম্পদ অর্জনের দিকে সামান্যতম পাত্তা না দিয়ে সমাজের দরিদ্রদের দেখভাল করায় মনোনিবেশ করেছিলেন।
১৮৭৮ থেকে ১৯০৩ সাল পর্যন্ত পোপের দায়িত্ব পালন করেছিলেন লিও ত্রয়োদশ। তিনি শ্রম অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। যাজক থমাস রীস এ প্রসঙ্গে বলেছেন, লিও চতুর্দশ নাম গ্রহণের মাধ্যমে নতুন পোপ সম্ভবত এই বার্তা দিতে চাইলেন, চার্চের সামাজিক দায়িত্ব ও শিক্ষা প্রতিষ্ঠায় তিনি অঙ্গীকারবদ্ধ।
নতুন পোপের দ্বিতীয় লক্ষণ হচ্ছে তার মৌখিক বার্তা এবং শব্দচয়ন। সেইন্ট পিটার্স স্কয়ারে সমাগত ভক্তদের উদ্দেশ্যে তার প্রথম ভাষণের পুরোটা জুড়েই ছিল ইতালীয় ভাষার আধিপত্য। মাঝে কয়েকটা লাইন কেবল স্প্যানিশে বলেছেন নিজের পেরুভিয়ান সম্প্রদায়ের জন্য। তবে ইংরেজিতে একটি শব্দও তিনি উচ্চারণ করেননি।
তার বক্তব্য জুড়ে ছিল শান্তির বাণী। তিনি স্রষ্টার সেই শান্তি সবার মাঝে ছড়িয়ে দিতে চান, যা নম্র ও স্থিরচিত্ত। বক্তব্যে প্রয়াত ফ্রান্সিসকে স্মরণ করেন তিনি বলেন, আমাদের কানে এখনও প্রতিধ্বনিত হচ্ছে পোপ ফ্রান্সিসের সেই ক্ষীণ কিন্তু সদা সাহসী কণ্ঠস্বর।
মারা যাওয়ার আগে জনসম্মুখে শেষবার উপস্থিত হয়ে সবাইকে আশীর্বাদ করেছিলেন ফ্রান্সিস। সেই একই আশীর্বাদবাণী সকলের অনুমতি নিয়ে ব্যবহার করেন লিও চতুর্দশ। সবার জন্য প্রার্থনায় তিনি বলেন, স্রষ্টা সবাইকে ভালোবাসেন, অপশক্তির কখনও চূড়ান্ত বিজয় হয় না। আমাদের ভাগ্য স্রষ্টার হাতে। লিও চতুর্দশের প্যাপাসির ধরনের শেষ ইঙ্গিত হচ্ছে তার পছন্দনীয় পরিচ্ছদ।
২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর পোপের ঐতিহ্যবাহী পরিচ্ছদ এড়িয়ে গিয়েছিলেন ফ্রান্সিস। তবে নতুন পোপ সাদা রোবের ওপর লাল প্যাপাল জামা জড়িয়ে ঐতিহ্য ধরে রাখেন।
প্রয়াত পোপের আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে নতুন পোপের মতপার্থক্য হয়ত থাকবে না। তবে পরিচ্ছদ বাছাইয়ের পার্থক্য থেকে অনুমান করা যায়, লিও চতুর্দশ নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে তার দায়িত্ব পালন করবেন।
তথ্যসূত্র: রয়টার্স