ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

সর্বদল বৈঠকে বললেন প্রতিরক্ষামন্ত্রী

‘অপারেশন সিঁদুরে’ ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৩২, ৮ মে ২০২৫

‘অপারেশন সিঁদুরে’ ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে, দাবি ভারতের

‘সিঁদুর’ অভিযানে ১০০ এর বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভারত।বৃহস্পতিবার সর্বদল বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ-ও জানানো হয়েছে যে, এই অভিযান এখনও শেষ হয়নি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে। ওই সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ঐক্যবদ্ধ থাকার’ বার্তাও বিরোধী দলগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। ওই বার্তায় বলা হয়েছে, কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়। এই নয়টি জায়গার মধ্যে চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক অধিকৃত কাশ্মীরে। বহাওয়ালপুর, মুরিদকে এবং সিয়ালকোট-মূলত এই তিনটি এলাকার জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়াই ছিল সেনার মূল লক্ষ্য। ওই সব জায়গায় বসেই ভারতে সন্ত্রাসবাদী হানার ছক কষা হয়েছিল বলে দাবি ভারতের। তবে সামরিক অভিযানে কত জনের মৃত্যু হয়েছে, এখনও তা আনুষ্ঠানিক ভাবে জানায়নি ভারত। সরকারি সূত্রে খবর, সর্বদল বৈঠকে রাজনাথ বিরোধী দলের প্রতিনিধিদের জানিয়েছেন, শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানের খুঁটিনাটি বিরোধী দলগুলির প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয় বলে সরকারি ওই সূত্র মারফত জানা গিয়েছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রীই। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণসহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা।

ভারত-পাক সীমান্তে পরিস্থিতি কেমন? ব্যাখ্যা করতে মোদীর বাড়িতে ডোভাল! পাঞ্জাব আর রাজস্থানে ‘হাই অ্যালার্ট’ জারি কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের পক্ষে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া ডিএমকের পক্ষে উপস্থিত ছিলেন টিআর বালু, আপের পক্ষে সঞ্জয় সিংহ, উদ্ধবসেনার পক্ষে সঞ্জয় রাউত, এনসিপি (এসপি)-র পক্ষে সুপ্রিয়া সুলে।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন