শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:০৭, ৯ মে ২০২৫ | আপডেট: ০৩:১১, ৯ মে ২০২৫
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার পর জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। রয়টার্সের একজন সাংবাদিক জানান, জম্মুর আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সাইরেন বাজতে শুরু করে। আকাশে লাল শিখা ও উড়ন্ত বস্তু দেখা গিয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, পাকিস্তান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র জম্মুর সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা ও আরনিয়া সেক্টরের দিকে ধেয়ে এসেছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করা হয়।
এই হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে বলেন, ‘পাকিস্তান যখন হামলা চালানোর সিদ্ধান্ত নেবে, তখন সারা বিশ্ব তা জানবে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ভারতের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্নের লক্ষ্যে পরিচালিত ধারাবাহিক মিথ্যা প্রচারের অংশ।’
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘পাকিস্তান এখন পর্যন্ত ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীর কিংবা আন্তর্জাতিক সীমান্তে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি। পাকিস্তান বিমান বাহিনীরও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ভারতীয় মিডিয়া বরাবরের মতোই মিথ্যা প্রচারণায় মেতে উঠেছে—৬ ও ৭ মে রাতের উসকানিমূলক আগ্রাসনের পর নিজেদের লজ্জাজনক পরিণতির দায় ঢাকতেই তারা এই ভুয়া সাফল্যের গল্প ছড়াচ্ছে।
আমরা এখন পর্যন্ত শুধু আত্মরক্ষামূলক জবাবই দিয়েছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টি খেয়াল রাখা উচিত।’
ঢাকা এক্সপ্রেস/এসএআর