শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১৯, ৯ মে ২০২৫
রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ছবি: রয়টার্স
বৃহস্পতিবার ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে ৬৯ বছর বয়সী রবার্ট ফ্রান্সিস নির্বাচিত হন। বিশ্বের ৭০টি দেশ থেকে আসা ১৩৩ জন কার্ডিনাল এই নির্বাচনে অংশ নেন।
নির্বাচিত হওয়ার পর সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হাজারো অনুসারীর সামনে প্রথম ভাষণ দেন নতুন পোপ। আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আপনারা সবাই শান্তিতে থাকুন।’ তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমাদের একসঙ্গে এমন এক মিশনারি গির্জা গড়ে তুলতে হবে, যা সেতুবন্ধ তৈরি করে।’
গত বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় ২৬৭তম পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। বিকেলে প্রথম দফার ভোট শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়, অর্থাৎ কেউ নির্বাচিত হননি। বৃহস্পতিবার সকালে আরও দুই দফা ভোটাভুটিতেও একই ফল আসে। তবে দিন শেষে চিমনি থেকে সাদা ধোঁয়া বের হলে নিশ্চিত হয়, নতুন পোপ নির্বাচিত হয়েছেন।
এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন ৮০ বছরের কম বয়সি ১৩৩ জন কার্ডিনাল। নিয়ম অনুযায়ী, তাঁরাই কেবল ভোট দিতে পারেন। নির্বাচনের সময় কার্ডিনালদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়।