শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:১৬, ৯ মে ২০২৫ | আপডেট: ০৩:৪৩, ৯ মে ২০২৫
ছবি: সংগৃহীত
বিবৃতিতে বলা হয়, এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং প্রভাবশালী ব্যক্তিদের অ্যাকাউন্টও রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সরকার জানায়নি কোন পোস্ট বা কনটেন্ট ভারতের আইন ভেঙেছে। এমনকি অনেক ক্ষেত্রে কোনো কারণ বা প্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট ব্লকের নির্দেশ এসেছে।
এক্স বলছে, আইনি বাধ্যবাধকতার কারণে তারা শুধু ভারতে এসব অ্যাকাউন্ট বন্ধ রেখেছে। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় প্রতিষ্ঠানটি। এক্স-এর ভাষায়, ‘সম্পূর্ণ অ্যাকাউন্ট ব্লক করা অপ্রয়োজনীয় এবং এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।’
এক্স আরও জানায়, ভারতে তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। সে কারণে প্ল্যাটফর্মটি চালু রাখা জরুরি। স্বচ্ছতা বজায় রাখতে ভারতের দেওয়া আদেশগুলো জনসম্মুখে আনা উচিত হলেও, আইনি বাধার কারণে তা সম্ভব নয় বলেও জানায় প্রতিষ্ঠানটি
এমন আদেশের বিপরীতে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ বিবেচনা করছে এক্স। তবে ভারতের আইনি সীমাবদ্ধতার কারণে সরাসরি আদালতে চ্যালেঞ্জ জানানো কঠিন বলেও জানিয়েছে তারা। ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের নিজ উদ্যোগে আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা এক্সপ্রেস/এসএআর