শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:০৯, ১২ মে ২০২৫
ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি। ছবি: সংগৃহীত
বিবৃতিতে সিবিএফ লিখেছে, ‘ব্রাজিল ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে কার্লো আনচেলোত্তিকে দায়িত্ব দিতে পেরে গর্ববোধ করছে সিবিএফ। আনচেলোত্তি একজন কিংবদন্তি। ফুটবলের ইতিহাসে অন্যতম সফল একজন কোচ।’
এ মাসেই আনচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছে সিবিএফ। তারা বিবৃতিতে লিখেছে, ‘লা লিগার ২০২৪-২৫ মৌসুম শেষেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। আগামী জুনে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। সেই লক্ষ্যে ২৬ মে দায়িত্ব নেবেন কোচ।’
ব্রাজিলের কোচ হওয়াটা অবশ্য অনেকটা নিশ্চিতই ছিল। তবে কিছুদিন আগে রিলিজ ক্লজ নিয়ে সমস্যা দেখা দিলে পাঁচবারের বিশ্বকাপজয়ীদের কোচ সম্ভাবনা ভেস্তে যাওয়ার পথে ছিল।শেষে অবশ্য রিয়াল মাদ্রিদ ও আনচেলত্তির মধ্যে সমঝোতা হওয়ায় ব্রাজিলের চাওয়া পূর্ণ হয়েছে। কেননা বেশ কয়েক বছর ধরেই ৬৫ বছর বয়সী কোচ পেতে আগ্রহী ছিল। এবার সেই চাওয়া পূর্ণ হয়েছে।
আনচেলোত্তি আসায় একটা দীর্ঘ অপেক্ষারও অবসান হচ্ছে। ১৯৬৫ সালের পর এবারই প্রথম কোনো বিদেশি কোচ নিয়োগ দিল ব্রাজিল।আপাতত আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ