ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৭ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

ভারত ছেড়ে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৫৫, ১০ মে ২০২৫

ভারত ছেড়ে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে এবার আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন। জানা যায়, আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রয়েছে আইপিএল। তবে কবে নাগাত খেলা মাঠে গড়াবে সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ মাসেই আইপিএল আবার শুরু করার চেষ্টা করছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ভারত সরকারের অনুমতি পেলে আসরের বাকি অংশ হবে শুধু তিন ভেন্যতে- বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে।

এদিকে স্থগিত হওয়ার পরপরই যত দ্রুত সম্ভব নিজ নিজ গন্তব্যের বিমান ধরছেন বিদেশি ক্রিকেটাররা। আজকের মধ্যে অনেকেরই ভারত ছাড়ার কথা রয়েছে।

এখন পর্যন্ত আইপিএলে হয়েছে ৫৭টি ম্যাচ। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি অসমাপ্ত রেখেই টুর্নামেন্ট স্থগিত করা হয়। সেই ম্যাচ আবারও মাঠে গড়াবে কি না, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। লিগ পর্ব শেষ হতে এখনো ১২টি ম্যাচ বাকি রয়েছে। এরপর রয়েছে প্লে-অফের চার ম্যাচ।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন