শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:২৪, ৬ মে ২০২৫ | আপডেট: ২০:২৭, ৬ মে ২০২৫
ছেলের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
সিআর সেভেনের সেই স্বপ্ন বুঝি পূরণ হতে চলল। পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ডাক পেয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ক্রিশ্চিয়ানো ডস সান্তোস।
১৪ বছর বয়সী এই ফুটবলারকে অন্তর্ভুক্ত করে মঙ্গলবার (৬ মে) পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বর্তমানে বাবার ক্লাব আল-নাসরের বয়সভিত্তিক দলে খেলছেন ডস সান্তোস। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের বয়সভিত্তিক দলেও খেলেছেন।
আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ব্লাতকো মার্কোভিচ ইয়ুথ টুর্নামেন্টে অংশ নেবে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, জাপান ও গ্রিস।
ঢাকা এক্সপ্রেস/এসএআর