শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৫০, ৬ মে ২০২৫ | আপডেট: ১২:৫৫, ৬ মে ২০২৫
ছবি: সংগৃহীত
জাতীয় দলের হয়ে খেলতে সামিতের পরবর্তী ধাপ হলো ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার বিকেলেই প্রয়োজনীয় সব কাগজপত্র ফিফা পোর্টালে আপলোড করে আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সামিতের সব কাগজপত্রসহ আমি নিজেই আজ বিকেলে ফিফার পোর্টালে আবেদন করেছি। এখন বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর।’
সব কিছু ঠিকঠাক থাকলে এবং ফিফার অনুমোদন সময়মতো পেলে, আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন সামিত। সময়সীমা হিসেবে ফিফার কাছ থেকে ছাড়পত্র পাওয়ার শেষ সময় ৩ জুন।
ঢাকা এক্সপ্রেস/বিডি