শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:০২, ৮ মে ২০২৫ | আপডেট: ১৯:২০, ৮ মে ২০২৫
আজ রাওয়ালপিন্ডির জিমনেশিয়ামে রিশাদ হোসেন ও নাহিদ রানা। ছবি: ফেসবুক
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে উদ্বিগ্ন ছিলো বিসিবি। কারণ, বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা পিএসএল খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন। তবে এ উদ্বিগ্নতার মাঝে স্বস্তির নিশ্বাস ফেলেছেন বিসিবি ও ক্রিকেটপ্রেমীরা। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদ দুটি পোস্ট দিয়েছেন।
রিশাদ নিজের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’তার আগে রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও ছবি দিয়েছেন রিশাদ। যার ক্যাপশন ছিলো ‘ভ্রাতৃত্ব’।
এই ছবিগুলো থেকেই স্পষ্ট পাকিস্তানে নিরাপদেই আছেন তাঁরা। বাংলাদেশ দলের বন্ধুপ্রতিম সতীর্থ রিশাদ ও নাহিদ প্রথমবারের মতো বিদেশের লিগে খেলতে গেছেন। লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ খেলছেন লাহোর কালান্দার্স আর আলোচিত ফাস্ট বোলার নাহিদকে নিয়েছে পেশোয়ার জালমি। দুজনই এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে আছেন। আগামীকাল ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি হবে দুজনের দল। এর আগে আজ নাহিদের পেশোয়ার খেলবে করাচি কিংসের বিপক্ষে।
লাহোরের হয়ে রিশাদ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। কিন্তু পেশোয়ারের হয়ে নাহিদের অভিষেকের অপেক্ষা বেড়েই চলেছে। পিএসএলে খেলতে গত ২৭ এপ্রিল নাহিদ পাকিস্তানে পৌঁছানোর পর পেশোয়ার আরো তিন ম্যাচ খেললেও একাদশে জায়গা হয়নি তাঁর।
গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন। জবাবে পাল্টা হামলা চালিয়ে ভারতের ১২টি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি করেছে পাকিস্তান। এ ছাড়া ভারতের এক সেনাসদস্য ও বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সকালেও সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী দফায় দফায় গোলাবর্ষণ করেছে।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ