ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হচ্ছে রিশাদ–নাহিদকে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:০২, ৮ মে ২০২৫ | আপডেট: ১৯:২০, ৮ মে ২০২৫

পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হচ্ছে রিশাদ–নাহিদকে

আজ রাওয়ালপিন্ডির জিমনেশিয়ামে রিশাদ হোসেন ও নাহিদ রানা। ছবি: ফেসবুক

বিসিবির একটি সূত্র জানিয়েছে, পিএসএল শেষ না করেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদকে। পিএসএল থেকে বাংলাদেশের এই দুই ক্রিকেটার যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসছেন, এটা নিশ্চিত। কবে, কখন, কিভাবে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, বিসিবি এখন সেসব নিয়েই কাজ করছে।

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে উদ্বিগ্ন ছিলো বিসিবি। কারণ, বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা পিএসএল খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন। তবে এ উদ্বিগ্নতার মাঝে স্বস্তির নিশ্বাস ফেলেছেন বিসিবি ও ক্রিকেটপ্রেমীরা। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদ দুটি পোস্ট দিয়েছেন।

রিশাদ নিজের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’তার আগে রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও ছবি দিয়েছেন রিশাদ। যার ক্যাপশন ছিলো ‘ভ্রাতৃত্ব’।

এই ছবিগুলো থেকেই স্পষ্ট পাকিস্তানে নিরাপদেই আছেন তাঁরা। বাংলাদেশ দলের বন্ধুপ্রতিম সতীর্থ রিশাদ ও নাহিদ প্রথমবারের মতো বিদেশের লিগে খেলতে গেছেন। লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ খেলছেন লাহোর কালান্দার্স আর আলোচিত ফাস্ট বোলার নাহিদকে নিয়েছে পেশোয়ার জালমি। দুজনই এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে আছেন। আগামীকাল ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি হবে দুজনের দল। এর আগে আজ নাহিদের পেশোয়ার খেলবে করাচি কিংসের বিপক্ষে।

লাহোরের হয়ে রিশাদ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। কিন্তু পেশোয়ারের হয়ে নাহিদের অভিষেকের অপেক্ষা বেড়েই চলেছে। পিএসএলে খেলতে গত ২৭ এপ্রিল নাহিদ পাকিস্তানে পৌঁছানোর পর পেশোয়ার আরো তিন ম্যাচ খেললেও একাদশে জায়গা হয়নি তাঁর।

গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন। জবাবে পাল্টা হামলা চালিয়ে ভারতের ১২টি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি করেছে পাকিস্তান। এ ছাড়া ভারতের এক সেনাসদস্য ও বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সকালেও সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী দফায় দফায় গোলাবর্ষণ করেছে।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন