শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:২৩, ১০ মে ২০২৫ | আপডেট: ২০:২৯, ১০ মে ২০২৫
ছবি: সংগৃহীত
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার (১০ মে) বিকেলে যুদ্ধবিরতি চুক্তির পরেই আকাশ সীমা খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে কার্যকর হয়েছে।
এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটি চুক্তি হয়।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে বিক্রম মিশ্রি বলেছেন, উভয় পক্ষ সম্মত হয়েছে যে, স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের যুদ্ধ ও সামরিক কার্যক্রম আজ ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে বন্ধ থাকবে।
গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গী হামলার পরপরই দুই দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। এ বিষয়ে একে অন্যকে দোষারোপ করে আসছিলো। পরে এ ঘটনায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানে। পাকিস্তানও এর প্রতিবাদে ভারতে হামলা চালায়।
সূত্র: আল-জাজিরা, পিটিভি
ঢাকা এক্সপ্রেস/ এসইউ