শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৬, ১২ মে ২০২৫
রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধনে ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ। ছবি: ঢাকা এক্সপ্রেস
বক্তারা বলেন, ‘রাজধানী ঢাকার থেকে মাগুরা জেলা পর্যন্ত রেললাইনের কাজ শুরু হয়েছে। সেখান থেকে যশোরের সাথে সংযুক্ত হয়ে খুলনা যাবে ট্রেন লাইন। কিন্তু মাঝখানের মাত্র কয়েক কিলোমিটার সংযাগ দিলেই ঝিনাইদহ মূল শহরের সাথেও রেললাইনের সংযোগ দেওয়া সম্ভব। এ নিয়ে বেশ কিছু মিটিংও হয়েছে সরকারের ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে। তারা সব সময় আশ্বস্ত করেছেন। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমরা মাগুরা হয়ে ঝিনাইদহ শহর হয়ে যশোরের সাথে রেললাইনের সংযোগ চাই।’
তারা আরও বলেন, ‘গত প্রায় এক দশক ধরে রেলপথের জন্য আন্দোলন চলছে। এ দাবি যদি বাস্তবায়ন না হয় ঝিনাইদহ জেলা আর্থসামাজিক উন্নয়ন থেকে ব্যাপকভাবে পিছিয়ে যাবে। জেলা উন্নয়ন আজীবনের জন্য এ করকম থমকে যাবে । তাই যতো দ্রুত সম্ভব আমরা এর কার্যকারিতা দেখতে চাই।’
ঢাকা এক্সপ্রেস/এনএ