শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৭, ১২ মে ২০২৫ | আপডেট: ১৪:১৭, ১২ মে ২০২৫
নব-নির্বাচিত আহবায়ক ও সদস্য সচিব শিহাব মল্লিক। ছবি: ঢাকা এক্সপ্রেস
এর আগে শৈলকুপায় কর্মরত সকল সাংবাদিক সংগঠনের সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে উম্মুক্ত আলোচনার মাধ্যমে ৩ মাস মেয়াদী এ আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আহবায়ক কমিটির সদস্য হিসেবে দৈনিক খবরের কাগজের প্রতিনিধি আলমগীর অরণ্য, ভোরের সময়ের মুন্সী রবিউল ইসলাম, স্পন্দন পত্রিকার মাসুদুজ্জামান লিটন, আলোকিত বাংলাদেশের এইচ এম ইমরান, খবরপত্রের চঞ্চল মাহমুদ, বাণিজ্য প্রতিদিনের রাজিবুল ইসলাম রাজিব ও সময়ের সমীকরণের শাহিদুজ্জামান বিপুলকে নির্বাচিত করা হয়।
নব-নির্বাচিত আহবায়ক তাজনুর রহমান ডাবলু বলেন, ‘একটি শক্তিশালী জবাবদিহিমূলক সাংবাদিক সংগঠন তৈরির লক্ষ্যে এ কমিটি কাজ করবে।’
এ ছাড়া, সাংবাদিকদের স্বার্থরক্ষাসহ সংগঠনের উন্নয়নে পরিচ্ছন্ন এ কমিটির কার্যক্রমকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা আশা করেন।
নবনির্বাচিত সদস্য সচিব শিহাব মল্লিক সাংবাদিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা ও সংগঠনের সকল স্বার্থরক্ষায় সচেষ্ট থেকে সৃজনশীল সংগঠনটি এগিয়ে নিয়ে যাবেন। খুব শীঘ্রই এ কমিটি একটি প্রতিযোগিতামূলক নির্বাচন সম্পন্ন করবে।’
ঘোষিত আহবায়ক কমিটিকে শৈলকুপার গুণী-সুধী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ